মালদহ: ভোট শুরুর মুখে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদহ ব্লকের মহিষবাথানি অঞ্চলের এক নম্বর বুথের খুনিবাথান এলাকা। জানা গিয়েছে, সকাল ৬ টা নাগাদ ভোটারদেরকে ভোটগ্রহণ কেন্দ্রে আসতে বাধা দেয় বলে অভিযোগ। বিজেপির কিছু সমর্থক এবং তৃণমূল প্রতিবাদ করলে উভয়পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। ফলে গুরুতর জখম হন তৃণমূল প্রার্থীর কাকাশ্বশুর সত্যনারায়ণ চৌধুরী। বর্তমানে তিনি মৌলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
খুনিবাথান বুথের তৃণমূল প্রার্থী মৌসুমী সাহার অভিযোগ, সকাল হতেই বিজেপি কর্মীরা, রাস্তা বেরিগেট করে তৃণমূল সমর্থকদের ভোটগ্রহণ কেন্দ্রে আসতে বাধা দেয়। এর ফলে ঝামেলা বেধে যায়। আমার কাকাশ্বশুরকে মারধর করে। এমনকী আমাদের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। একটি মোটরবাইকও ভাঙা হয় বলে অভিযোগ। যদিও পাল্টা অভিযোগ করেছে বিজেপি। তাদের অভিযোগ, তৃণমূলরা ভোটারদেরকে প্রভাবিত করেছিল। আমরা বাধা দিলে ঝামেলা বাধে। তৃণমূলীরা নিজেরাই তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। এতে কোনও বিজেপির হাত নেই এবং পুলিশ প্রশাসন তৃণমূল হয়ে কাজ করছে বলে দাবি বিজেপির।
আরও পড়ুন: Panchayat Election | নির্দল প্রার্থীর উপর ধারাল অস্ত্রের কোপ, অভিযুক্ত তৃণমূল
অন্যদিকে ইংরেজ বাজারের মোহদিপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী ও তাঁর স্বামীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর কদমতলার ১৬৯ বুথে। আহত তৃণমূল কর্মীর স্বামী মাসিদুর রহমান চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজে। পুলিশ তদন্ত শুরু করেছে।