নয়াদিল্লি: তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে (Assembly Election Results 2023) ভরাডুবির পর এবং লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের (Congress) রাজ্যসভা সদস্য ধীরাজ সাহুর (MP Dhiraj Sahu) বাড়ি থেকে আয়কর (Income Tax Raid) তল্লাশিতে ৩০০ কোটি টাকার বেশি উদ্ধারে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিশানা করল বিজেপি (BJP)। রবিবার কেন্দ্রের শাসকদলের নেতারা রাহুল গান্ধী ও কংগ্রেসের জবাবদিহি করে বলেছেন, এই টাকা আসলে কার? এ ধরনের পোস্টে ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে ধীরাজ সাহুর পাশাপাশি ছবিও দেওয়া হয়েছে।
ওড়িশার বোলাঙ্গিরে সাহু ভাইদের মালিকানায় দেশি মদ কোম্পানি রয়েছে। পুরুষানুক্রমে এই ব্যবসা সাহুদের। রবিবার নিয়ে প্রায় ৬ দিন ধরে তাঁদের বাড়ি, কর্মস্থল ও পরিচিতদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। এ পর্যন্ত ৩০০ কোটি টাকা পাওয়া গিয়েছে। এখনও টাকা গোনা চলছে। টাকা গোনার মেশিন খারাপ হয়ে যাওয়ায় এদিন সকালে নতুন মেশিন আনা হয়েছে।
আরও পড়ুন: উদ্বোধনের আগেই অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের ছবি
এই নিয়ে কংগ্রেসের অন্তঃপুরের সর্বাধিনায়ক রাহুল গান্ধীকে আক্রমণ শুরু করেছে বিজেপি। বিজেপির সভাপতি জেপি নাড্ডা হিন্দিতে এক্সবার্তায় লিখেছেন, ভাই আপনারা এবং আপনাদের নেতা রাহুল গান্ধীকে উত্তর দিতে হবে। এটা নতুন ভারত। এখানে রাজপরিবারের নামে জনতাকে শোষণ করা চলবে না। আপনারা পালাতে পালাতে ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু আইন আপনাদের পিছু ছাড়বে না। যদি কংগ্রেস দুর্নীতির গ্যারান্টি হয়, তাহলে নরেন্দ্র মোদি হলেন দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গ্যারান্টি। জনগণের টাকা ফেরত দিতেই হবে।
আরেক কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেন রেড্ডি এ ব্যাপারে রাহুল গান্ধীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, আপনি তো সবসময় আয়করের কাজের সমালোচনা করেন। এখন আপনি চুপ করে আছেন কেন? ধীরাজ সাহু হলেন কংগ্রেসের রাজ্যসভা সদস্য। ঝাড়খণ্ড থেকে তিনবারের এমপি তিনি। দুবার তাঁকে লোকসভায় দাঁড় করালেও জিততে পারেননি। একবার তো জমানত বাজেয়াপ্ত হতে হতে বেঁচে গিয়েছিলেন। যদিও টাকা উদ্ধারের পর থেকে কংগ্রেস সাহুর বিষয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে।
অন্য খবর দেখুন