কলকাতা: পুলিশকে ধোঁকা দিতে শেষ মুহূর্তে রুট বদল করেও পুরসভায় পৌঁছতে পারলেন না গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। তৎপরতার সঙ্গে কয়েক মিনিটেই বিজেপির মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ। সেন্ট্রাল অ্যাভিনিউর পরিস্থিত স্বাভাবিক হয়েছে। যান চলাচলও শুরু হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। হিন্দ সিনেমা সংলগ্ন আরএসএম স্কোয়ারের গার্ডরেলও তুলে নিয়েছে পুলিশ।
আরও পড়ুন: তুষার মেহতার অপসারণের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি
নির্ধারিত সময়েই সোমবার বিজেপির মিছিল শুরু হয়। দলের রাজ্য সদর দফতর মুরলিধর সেন লেনে ভিড় জমান নেতা-কর্মী-সমর্থকরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ওয়েলিংটন স্কোয়ার হয়ে এসএন ব্যানার্জী রোড ধরে পুরসভা অভিমুখে বিজেপির মিছিল যাওয়ার কথা ছিল।
আচমকা রুট পরিবর্তন করে বিজেপি শিবির। গণেশ চন্দ্র অ্যাভিনিউ ধরে রওনা দেয় মিছিল। কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউর হিন্দুস্তান বিল্ডিংয়ের কাছে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। গ্রেফতার করে বাসে তোলা হয় বিজেপি কর্মীদের। কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক এগোনোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় পিছু হটেন তাঁরা। এরপর বিজেপির মিছিল ছত্রভঙ্গ করে পুলিশ।
আরও পড়ুন: ব্যারিকেড ভেঙে পুর অভিযানে আটক বিজেপির নেতা-কর্মীরা
বিপর্যয় মোকাবিলা আইন ভেঙে মিছিল করায় আটক করা হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, রীতেশ তিওয়ারি, লকেট চট্টোপাধ্যায়দের। তাঁদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, গণতন্ত্র নেই। দেবাঞ্জনের মতো মানুষের গ্রেফতারি হয় না। আমরা ভুয়ো ভ্যাকসিনের প্রতিবাদ করলে গ্রেফতার করা হয়।