মাঝপথেই আটকে দেওয়া হল বিজেপির মিছিল। মিছিলে ছিলেন রাহুল সিনহা, দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার, রাজু বন্দোপাধ্যায়। হিন্দুস্তান বিল্ডিংয়ের সামনে বিজেপি কর্মী-সমর্থকদের আটকায় পুলিশ। এরপর পুলিশের ধস্তাধস্তি বেধে যায় গেরুয়া শিবিরের কর্মীদের।
আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোরুর গাড়ি নিয়ে প্রতিবাদ
প্রিজন ভ্যানে তোলা হয়েছে বিধায়ক অগ্নিমিত্রা পল সহ বিজেপি কর্মী-সমর্থকদের। বিজেপির পুর অভিযানে মেলেনি পুলিশি অনুমতি। বিধি-নিষেধের কথা মাথায় রেখে অনুমতি দেয়নি পুলিশ। তা সত্ত্বেও অনড় গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা।
আরও পড়ুন: চাঁদনিতেই শেষ বিজেপির পুর অভিযান, গ্রেফতার নেতা-কর্মীরা
সোমবার সকালেই দিলীপবাবু কার্যত হুশিয়ারি দিয়েছেন পুলিশকে। তিনি বলেন, পুলিশ যদি চায় আইন শৃঙ্খলার অবনতি হোক, তবে তারা অনেক কিছু করতে পারে। তার পরিণাম ওদেরকে ভুগতে হবে। আমরা বিরোধী পার্টি। আমাদের অধিকার আছে আন্দোলন করার, মানুষের সমস্যা তুলে ধরার। শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, এটা ঘোষণা করেছি। বাকিটা পুলিশের হাতে। শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক, এটা দেখার দায়িত্ব পুলিশের।