কলকাতা: হিন্দুস্তান বিল্ডিংয়ের সামনে বিজেপি কর্মী-সমর্থকদের আটকাল পুলিশ। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় গেরুয়া শিবিরের কর্মীদের। প্রিজন ভ্যানে তোলা হয়েছে বিধায়ক অগ্নিমিত্রা পল-সহ বিজেপির কর্মী-সমর্থকদের। বিজেপির পুর অভিযানে মেলেনি পুলিশি অনুমতি। বিধিনিষেধের কথা মাথায় রেখে অনুমতি দেয়নি পুলিশ। তা সত্ত্বেও অনড় গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা।
আরও পড়ুন: এখনই বাড়ানো যাবে না বাস ভাড়া, জানাল সরকার
সোমবার সকালেই দিলীপবাবু কার্যত হুঁশিয়ারি দিয়েছেন পুলিশকে। তিনি বলেন, ‘পুলিশ যদি চায় আইনশৃঙ্খলার অবনতি হোক, তবে তারা অনেক কিছু করতে পারে। তার পরিণাম ওদের ভুগতে হবে। আমরা বিরোধী পার্টি। আমাদের অধিকার আছে আন্দোলন করার, মানুষের সমস্যা তুলে ধরার। শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, এটা ঘোষণা করেছি। বাকিটা পুলিশের হাতে। শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক, এটা দেখার দায়িত্ব পুলিশের।’