কলকাতা: যাদবপুর-কাণ্ডের (Jadavpur University Issue) আঁচ এবার বিধানসভায় (WB Assembly)। মঙ্গলবার ছাত্রমৃত্যু ইস্যুতে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। তুমুল হট্টগোল বিজেপি বিধায়কদের, ওয়াকআউট করলেন তাঁরা। কালো কাপড় পরে প্রতীকী প্রতিবাদ বিজেপির ( WB Assembly) বিরোধীরা। যাদবপুরের ঘটনার জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এই ঘটনারল জন্য ১০০ শতাংশ দায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দফা। অধিবেশনের শুরুতেই ছাত্রমৃত্যু ইস্যুতে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি (BJP)। এই ঘটানায় রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চান বিজেপি বিধায়করা। যাদবপুর প্রসঙ্গ উঠতেই শাসক-বিরোধীদের মধ্যে বাগবিতন্ডা শুরু হতেই বিজেপি বিধায়রকার ওয়াকআউট করে। ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বিধানসভায়। এই ঘটনায় রাজ্য সম্পূর্ণ দায়ী , দাবি করে বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়করা বিশ্ববিদ্যালয়ে উগ্র বাম মানসিকতার বিরুদ্ধে অভিযোগ করেন।
আরও পড়ুন: পুলিশি তদন্তে ব়্যাগিং তত্ত্বই স্পষ্ট হয়ে উঠছে
শুভেন্দু অধিকারী বলেন, র্যাগিং করেছে। ঢিল ছোঁড়া দূরত্বে থানা। কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। সিনিয়ররা হস্টেল দখল করে রাখত। এটা নতুন নয়। এই উগ্র বাম এবং মক্তমনা মানসিকতাকেই সমর্থন করছেন ব্রাত্য বসু। রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। ইউজিসি নিয়ম দীর্ঘদিন মানা হয়নি। নির্দেশিকা মানা হলে ওই ছাত্রের প্রাণ যেত না।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বিধায়ক ও ছাত্র প্রতিনিধিদের ৫ জন ছাত্রের পরিবারের সঙ্গে গিয়ে কথা বলেছি। সমবেদনা জানিয়েছি। কিন্তু যে ক্ষতি তাকে তো ফিরিয়ে দিতে পারব না। আমরা কী ব্যবস্থা নিচ্ছি, জানতে চাইছেন। এর জন্য ১০০ শতাংশ দায়ী রাজ্যপাল। শুভেন্দু প্রশ্ন তোলেন, যে চলছে সেটা উপড়ে ফেলার জন্য সরকার কী কী ব্যবস্থার কথা ভাবছে? যাতে আগামিদিনে গ্রাম থেকে আসা ছেলেরা সুস্থ থাকবে, সরকার তার গ্যারান্টি নেবে?