কলকাতা: বিজেপির পুরসভা অভিযান ঘিরে সতর্ক পুলিশ। পুরসভার গেটগুলিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। পুরসভা লাগোয়া প্রতিটি রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এস এন ব্যানার্জি রোড ছাড়াও সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে পুরসভার দিকে আসা সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এখনই বাড়ানো যাবে না বাস ভাড়া, জানাল সরকার
জলকামান-কুইক রেসপন্স টিম নিয়ে তৈরি রয়েছে পুলিশ। বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেন থেকে সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে রওনা দিলেন বিজেপির নেতা-কর্মীরা। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও তা টপকে মিছিল এগিয়ে যায়। একাধিক রাস্তায় শক্তপোক্ত ব্যারিকেড তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: জ্বালানীতে আগুন ,পথনাটিকায় প্রতিবাদ কংগ্রেসের
বিজেপির পুর অভিযানে মেলেনি পুলিশি অনুমতি। বিধি নিষেধের কথা মাথায় রেখে অনুমতি দেয়নি পুলিশ। তা সত্ত্বেও অনড় গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা।