পুরুলিয়া: পুরুলিয়ার বোরো এলাকায় বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, ওই বিজেপি কর্মীর নাম বঙ্কিম হাঁসদা। তিনি বান্দোয়ান বিধানসভা এলাকার হেসলা বুথের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পরিবারের অভিয়োগ, রবিবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। রাত পর্যন্ত বিজেপি নেতা বাড়ি না ফেরায় খোঁজখবর করা শুরু করেন পরিবারের লোকেরা। কিন্তু তাঁর হদিস মেলেনি। তারপরই কেন্দডি এলাকায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। বিজেপির দাবি, রাজনৈতিক সক্রিয়তা থাকার কারণেই খুন করা হয়েছে বঙ্কিমকে। তৃণমূল খুন করেছে বলে দাবি জেলা বিজেপির। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপির করা অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই যুক্ত নয়। পুলিশ তদন্ত করে দেখছে। সত্যি ঘটনা সামনে বেরিয়ে আসবে। পঞ্চায়েত নির্বাচনের আবহে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছে।
এই ঘটনা সিবিআই তদন্তের দাবিতে বোরো থানার বাইরে বিক্ষোভে শামিল হন বিজেপি কর্মীরা। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙ্গার নেতৃত্বে এই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা।