কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই গেরুয়া শিবিরে ভাঙন শুরু হয়েছে। সাধারণ নেতা-কর্মীরা ছাড়াও দল ছেড়েছেন একাধিক বিধায়ক (Babul Supriyo on BJP)। এরই মধ্যে কলকাতা পুরসভা ভোটে বিপর্যয় হয়েছে বিজেপির। তার পর দলের সংগঠন ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে তারা। পুরনো জেলা সভাপতিদের সরিয়ে দেওয়া হয়েছে। তার পরই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বিজেপির পাঁচ বিধায়ক। এই ঘটনার প্রেক্ষিতেই বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo on BJP)।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গেরুয়া শিবিরকে কটাক্ষ করে টুইটে লিখেছেন, ‘’নিজগুনে’ পরের পর উইকেট পড়ছে বিজেপির | ”আজ আরও পাঁচটি গেলো মনে হচ্ছে | শিববাবু শুনলাম সব শুনে কৈলাশে গেছেন | আসল বাঙালি কাঁকড়াদের খুঁজিয়া পাইবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্টান – মুরলীধর লেন |’ (বানান অপরিবর্তিত)
বৃহস্পতিবার নতুন রাজ্য কমিটি গঠন করে বিজেপি৷ সূত্রের খবর তা ‘মনপসন্দ’ হয়নি ওই পাঁচ বিধায়কের৷ কেননা ওই কমিটিতে কোনও মতুয়া নেই৷ শান্তনু ঠাকুররা ভেবেছিলেন, জেলা সংগঠনের দায়িত্বে মতুয়াদের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়া হবে৷ তা না হওয়ায় শনিবার একসঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন পাঁচ বিধায়ক৷ ওই বিধায়করা হলেন মুকুটমণি অধিকারী, অসীম সরকার, সুব্রত ঠাকুর, অম্বিকা রায় এবং অশোক কীর্তনিয়া৷
আরও পড়ুন: BJP: সায়ন্তনের পর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপির ৫ ‘বিদ্রোহী’ বিধায়ক
'নিজগুনে' পরের পর উইকেট পড়ছে বিজেপির | ''আজ আরও পাঁচটি গেলো মনে হচ্ছে | শিববাবু শুনলাম সব শুনে কৈলাশে গেছেন | আসল বাঙালি কাঁকড়াদের খুঁজিয়া পাইবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্টান – মুরলীধর লেন |
— Babul Supriyo (@SuPriyoBabul) December 25, 2021
বিধানসভা ভোটে এঁরা সকলেই মতুয়াদের সমর্থনে জিতেই বিধায়ক হয়েছেন৷ সূত্রের খবর, রাজ্য কমিটিতে মতুয়াদের প্রতিনিধিত্ব নেই৷ তারই প্রতিবাদে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ওই পাঁচ বিধায়ক৷ এই ঘটনার পরই বিজেপিকে টুইটে একহাত নিয়েছেন বাবুল। এর আগেও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন বাবুল। টুইটে লেখেন, ‘কাঁকড়ায় ভরা একটি দল, যারা নিজেদের প্রকৃত কর্মীদের সাথে নির্লজ্জ বিশ্বাসঘাতকতা বেইমানি করে আর বহিরাগতদের চার্টার্ড প্লেনে চড়ায়।’