লালগড়: পশ্চিম মেদিনীপুরের লালগড়ে (Lalgarh jhargram) আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়লেন এক বিজেপি (BJP leader arrest) নেতা। মদ্যপ অবস্থায় হাতে আগ্নেয়াস্ত্র (Firearms) নিয়ে তৃণমূলের (Lalgarh TMC) এক কর্মীকে তিনি শাসাতে গিয়েছিলেন। সেই সময় গ্রামবাসীরা ওই বিজেপি নেতাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
পুলিস সূত্রে খবর, ধৃত বিজেপি নেতার নাম দুর্গা মুদি। বাড়ি ঝাড়গ্রামের লালগড় থানার বেলাটিকরি অঞ্চলের শ্যামনগর গ্রামে।
অভিযোগ, শনিবার সন্ধ্যায় লালগড়ের বেলাটিকরির আগুয়া গ্রামে সাগর মুর্মু নামে এক ব্যক্তির বাড়িতে মত্ত অবস্থায় চড়াও হয়েছিলেন বিজেপি নেতা দুর্গা মুদি। সেসময় তৃণমূলের এক কর্মী লক্ষ্ণণ টুডু সাগরের বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন।
বিজেপি নেতা মদ্যপ অবস্থায় সেখানে এলে, লক্ষ্মণ টুডুর সঙ্গে বচসা বেধে যায়। তর্কাতর্কির এক পর্যায়ে আগ্নেয়াস্ত্র বের করে লক্ষ্মণকে খুনের হুমকি দেন দুর্গা। ঘটনাস্থলের আশপাশে থাকা গ্রামবাসীরা বিজেপিকে নেতাকে নিরস্ত্র করেন। পরে তাঁকে লালগড় থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: তুফানগঞ্জে কলেজের মধ্যে ছাত্রীকে ‘ধর্ষণ’!, গ্রেফতার প্রাক্তন ছাত্র
গ্রামবাসীরা দাবি করেন, দুর্গা মুদি এলাকায় বিজেপি নেতা হিসেবেই পরিচিত। লক্ষ্ণণ টুডু এলাকার সক্রিয় তৃণমূল কর্মী।প্রাণনাশের হুমকি ও বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুর্গা মুদিকে গ্রেফতার করে পুলিস। রবিবার ঝাড়গ্রাম কোর্টে তোলা হয় অভিযুক্তকে