নয়াদিল্লি: ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল বিজেপি। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৩ হাজার ৫৯৬ কোটি টাকা। কংগ্রেসের থেকে দশ গুণ ধনী পার্টি। কংগ্রেসের ব্যাঙ্কে রয়েছে ১৬২ কোটি টাকা। মার্চ ২০২৩ পর্যন্ত এই হিসেব। সোমবার এই তথ্য সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে দেশের তাবড় সব রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে অনেক কদম দূরে রয়েছে বিজেপি।
এর আগে ২০১৯-২০ সালে বিজেপি জানিয়েছিল তাদের সম্পত্তির পরিমাণ হচ্ছে ৪ হাজার ৮৪৮ কোটি টাকা। সেখানে বিএসপির সম্পত্তির পরিমাণ ছিল ৬৯৮.৩৩ কোটি টাকা ও কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ৫৮৮.১৬ কোটি টাকা। তাতে দেখা যায় সাতটি জাতীয় পার্টি ও ৪৪টি আঞ্চলিক পার্টির সম্মিলিত সম্পত্তির ৫৩.১৬ শতাংশ সম্পত্তি বিজেপির। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস ওই তথ্য সামনে এনেছিল। সেখানে দেখা গিয়েছিল সিপিএমের সম্পত্তির পরিমাণ ৫৬৯.৫১ কোটি টাকা, তৃণমূলের ২৪৭.৭৮ কোটি টাকা, সিপিআইয়ের ২৯.৭৮ কোটি টাকা, এনসিপির ৮.২০ কোটি টাকা।
আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণ-কাণ্ডে হাইকোর্টে জোড়া মামলা বিজেপির
তাতে দেখা গিয়েছিল সাতটি জাতীয় পার্টির একসঙ্গে ৬ হাজার ৯৮৮.৫৭ কোটি টাকা সম্পত্তির পরিমাণ। সেখানে ৪৪টি আঞ্চলিক পার্টির সম্পত্তির পরিমাণ ২১২৯.৩৫ কোটি টাকা। সব পার্টি মিলিয়ে সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে ৯১১৭.৯৫ কোটি টাকা। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের (ADR) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে সব জাতীয় দলগুলি যে ডোনেশন পেয়েছে। বিজেপি তার তিন গুণ বেশি পেযেছে। ইলেক্টোরাল বন্ড ও সরাসরি কর্পোরেট ডোনেশন পেয়েছে তারা। ২০২৪ সালের লোকসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে এই তথ্য সামনে আসায় মনে করা হচ্ছে বিজেপি আর্থিক দিক দিয়ে অনেকখানি এগিয়ে রয়েছে।