সিউড়ি: পঞ্চায়েত ভোটে (Panchayat Election) হিংসার প্রতিবাদে বীরভূমে (Birbhum) অভিনব কায়দায় বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)। সোমবার সিউড়িতে জেলা শাসকের দফতরের সামনে খালি গায়ে বিজেপি নেতা-কর্মীরা ভোট সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ অবস্থানে বসেন। নেতৃত্বে ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি জানান, নির্বাচনের নামে বীরভূমে প্রহসন হয়েছে। এই প্রহসনের অংশীদার বীরভূম জেলা প্রশাসন। দিকে দিকে সন্ত্রাস করেছে নির্বাচনের দিন শাসক দল। প্রশাসন মদত দিয়েছে। তারই প্রতিবাদে দলীয় কার্যকর্তারা খালি গায়ে ধরনায় বসেছেন। আগামী দিনে এর জবাব মানুষ দেবে।
শনিবার পঞ্চায়েত ভোটের দিন অন্যান্য জেলার মতো বীরভূমেও নানা হিংসাত্মক ঘটনা ঘটে। ময়ুরেশ্বর ব্লকে কয়েকটি বুথে ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেশ কিছু মোটর বাইক পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, শাসকদলের মদতেই ওই কান্ড ঘটেছে। এছাড়া দুবরাজপুর এবং খয়রাশোল ব্লকে শাসকদল ব্যাপক ছাপ্পা ভোট দেয় বলে বিজেপির অভিযোগ। এসবের প্রতিবাদেই এদিন বিক্ষোভে শামিল হয় বিজেপি। সোমবার যখন জেলার ১৪টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে তখনই জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে সিউড়িতে জেলা শাসকের দফতরের সামনে খালি গায়ে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড।
আরও পড়ুন:Panchayat Election | বিজেপির বাড়ি ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
ধ্রুব সাহা বলেন, রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকার এবং তৃণমূলের দুষ্কৃতীরা একযোগে পঞ্চায়েত ভোটকে প্রহসনে পরিণত করেছে। আদালতের নির্দেশ উপেক্ষা করে নির্বাচন কমিশন প্রায় কোনও বুথেই কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করেনি। ভোটের আগের রাত থেকেই বিরোধী ভোটার এবং প্রার্থীদের হুমকি দেওয়া হয়েছে। তৃণমূলের হাতে গণতন্ত্র ধর্ষিত হয়েছে বলেই আমাদের কর্মীরা খালি গায়ে প্রতিবাদ করছেন।