নন্দীগ্রাম: মনোনয়ন পর্বে রাজ্যজুড়ে তুমুল অশান্তির ঝরেছে রক্তও। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram ) ২ নম্বর ব্লকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপির প্রার্থীরা মিছিল করে মনোনয়ন (Nominations) জমা দিলেন। অশান্তি এড়াতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসনও। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঢাকঢোল বাজিয়ে মিছিল করে সাতটি অঞ্চলের শতাধিক প্রার্থী মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। তাঁদের সঙ্গে রয়েছেন প্রস্তাবকরাও।
গত বিধানসভার পর পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) রাজ্য রাজনীতির অভিমুখ নন্দীগ্রাম। রাজ্যজুড়ে অশান্তির আবহে নন্দীগ্রামে (Nandigram ) মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় মিছিলে পা মেলানে শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যেখানেই ভোট হবে হারবে ওরা। নো ভোট টু মমতা। চোরেদের লোক সাফ করবে। এদিন আত্মবিশ্বাসের সঙ্গে বিজেপি নেতাদের নিয়ে বিডিও অফিসে নেতৃত্বদের মনোনয়ন করাতে যান। ‘চোর ধরো জেলে ভরো’, ‘নো ভোট টু মমতা’ স্লোগান তোলেন বিজেপি প্রার্থীরা। মনোনয়ন জমার শেষে বিকেলে বনগাঁয় যাবেন বিরোধী দলনেতা। বনগাঁ (Bonga) উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে যাবেন তিনি।
নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট ও তৃণমূলের দাপুটে নেতা শেখ সুফিয়ান (Sheikh Sufian) পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) পরিচালনার কমিটি থেকে বাদ পড়েছেন। এরপর বিজেপি শিবিরে বাড়তি আক্সিজেন পেয়েছে। বিজেপি প্রার্থীদের দাবি, তৃণমূল নেতা শেখ সুফিয়ান কমিটি থেকে বাদ পড়ায় ওর অনুগামীরা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তাই গেরুয়া শিবিরের দাবি, ভোটে কিছুটা হলেও তাঁদের লড়াইয়ের রাস্তাটা পরিষ্কার হয়েছে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | পরিচালনার কমিটি থেকে বাদ মমতার নির্বাচনী এজেন্ট সুফিয়ান
রাজনীতির আঙিনায় চিরকাল হাইভোল্টেজ নন্দীগ্রাম। এই নন্দীগ্রামের জমি আন্দোলনই একদিন সূদূর মেদিনীপুর থেকে রাইট্রাসের রাস্তাটা সহজ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই মাটির উপর দাঁড়িয়ে তৃণমূল মাথা তুলে দাঁড়িয়ে ছিলে বঙ্গ রাজনীতিতে। ১৪ মার্চ ২০০৭। ১৪ জন মানুষের মৃতদেহ আর অসংখ্য মহিলার ধর্ষিতা শরীর সেদিনের সাক্ষী রাজ্য রাজনীতি। ২০১১ সালে তো সেই পালাবদলের বীজবপন হয়েছিল সেই দিনই। তারপর অনেক বদল দেখেছে রাজ্য। শাসক বিরোধী, দু’দলের কাছেই নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেল শুভেন্দু অধিকারীরা। শুভেন্দু অধিকারীর নাম না করেই তাঁকে সরাসরি চ্যালেঞ্জ জানান অভিষেক। বলেন, ‘নন্দীগ্রামের শান্তির মাটিতে অশান্তি করার চেষ্টা করেছে, সেই গদ্দারদের জামানত আগামী দিন বাজেয়াপ্ত হতে চলেছে। পাল্টা জবাব দেন শুভেন্দু। বিধানসভা ভোটের মতোই কি পঞ্চায়েত লড়াইয়ে নজর কাড়বে নন্দীগ্রাম সেই দিকে তাকিয়ে সেপাই থেকে রাজা।