বেঙ্গালুরু: স্বাভাবিক ছন্দেই চলছে কর্নাটক বিধানসভার ভোট। দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৫২.০৩ শতাংশ। তবে বেঙ্গালুরু সহ কয়েকটি জায়গা থেকে সামান্য হাতাহাতি, ইভিএম ও ভিভিপ্যাট ভাঙার খবর মিলেছে। এ পর্যন্ত বিজেপি এবং কংগ্রেস দু’দলই জেতার দাবি জানিয়ে যাচ্ছে। বুধবার দুপুরে বিটিএম লেআউট কেন্দ্রের লক্কাসান্দ্রা এলাকায় একটি বুথে বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে মারামারি বাধে। ভোটার স্লিপ দেওয়াকে কেন্দ্র করে দু’দলের বুথ এজেন্টদের মধ্যে হাতাহাতি হয়। এক বিজেপি কর্মী সামান্য জখম হয়েছেন। অন্যদিকে, পদ্মনাভ নগর এলাকায় যুযুধান দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি বাধে। তবে পুলিশ সব ক্ষেত্রেই তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়পুরা জেলার মাসাবিনালা গ্রামে সেক্টর অফিসারের গাড়ি থামিয়ে তাঁকে হেনস্তা-ধাক্কাধাক্কি করা এবং ইভিএম, দুটি কন্ট্রোল ইউনিট, ২টি ব্যালট ইউনিট এবং ৩টি ভিভিপ্যাট ভাঙার ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Karnataka Assembly Election | ভোট দিলেন শ্রীনাথ সহ হেভিওয়েট নেতারা
এদিন দুপুরে ভোট দিয়ে বেরিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, রাজ্যে কংগ্রেসই ক্ষমতায় আসবে। আমি গত ৫৫ বছর ধরে এই বুথে ভোট দিচ্ছি। মানুষের মধ্যে যা উৎসাহ দেখছি, তাতে মনে হচ্ছে কংগ্রেসই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতায় আসবে। যদিও প্রবীণ বিজেপি নেতা ইয়েদুরাপ্পার দাবি, ভোট পরবর্তী সমীক্ষাতেও দেখা যাবে আমরাই ফের জিতে ক্ষমতায় আসতে চলেছি।
কর্নাটক বিধানসভা ভোটের মাঝগগনেই জেতার দাবি নিয়ে ছাতি পেটানো শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দলের জয় নিয়ে নিশ্চিত। এদিন ভোট দিয়ে তিনি বলেন, আমি তো শুরু থেকেই বলে আসছি, কংগ্রেস অন্তত ১৩০টি আসন পাবে। এখন যা বুঝতে পারছি, তাতে আসন সংখ্যা ১৫০ পেরিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া দেখতে পাচ্ছি। আমি ৬০ শতাংশের বেশি ভোট পাব। কংগ্রেস নিজের ক্ষমতায় সরকার গঠন করবে। এদিন তিনি ফের জানিয়ে দেন, রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন না। কিন্তু, নির্বাচনে আর লড়বেন না। এটাই আমার শেষ ভোট বলেন তিনি। অন্যদিকে, রাজ্যের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারও দাবি করেন আমরাই সরকার গড়ব। আর কারও কোনও সুযোগই নেই।
যদিও কংগ্রেসের দাবি উড়িয়ে বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের দাবি, তাঁর দলই আবার ক্ষমতায় ফিরতে চলেছে। তিনি বলেন, বিরোধী শিবিরে ধস নামিয়ে ক্ষমতায় ফিরছি আমরাই। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, আমরা রেকর্ড আসন পেয়ে জিততে চলেছি। বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরছে বিজেপিই। তিনিই আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন কিনা এ প্রশ্নের জবাবে বোম্মাইয়ের জবাব, এটা দল ঠিক করবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, বজরং দলকে নিষিদ্ধ করা ভোট প্রতিশ্রুতি কংগ্রেসের বোকামি। কর্নাটক হল হনুমানের জন্মস্থান। এদিন ভোটদান করে নির্মলা আরও বলেন, ফলে কংগ্রেস যা করেছে তা বোকামি ছাড়া কিছু নয়।