ওয়াশিংটন: ভারত এবং আমেরিকা “প্রাকৃতিক বন্ধু”। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রথম ব্যক্তিগত বৈঠকের এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি জানান, দুজনের মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত ও অংশীদারিত্ব আলোচনা হয়েছে। যা আগামী দিনে পারস্পরিক এবং বৈশ্বিক স্বার্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Glimpses from the meeting between PM @narendramodi and @VP @KamalaHarris. pic.twitter.com/cc6wFTGe5s
— PMO India (@PMOIndia) September 23, 2021
বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদি বলেন, ভারত এবং আমেরিকা প্রাকৃতিক বন্ধু। আমাদের একই গুরুত্ব, ভূরাজনৈতিক স্বার্থ আছে।
ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বৃহত্তম এবং প্রাচীনতম গণতন্ত্র বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, দুই দেশ মূল্যবোধের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কমলা হ্যারিস বলেন, আমি নিশ্চিত যে আমাদের দুই দেশের সম্পর্ক প্রেসিডেন্ট জো বাইডেন ও আপনার নেতৃত্বে নতুন পর্যায়ে পৌঁছাবে। এরপরই প্রধানমন্ত্রী কমলা হ্যারিসকে বলেন, আপনি বিশ্বের বহু মানুষের ‘অনুপ্রেরণা’। আপনাকে ভারতে আমন্ত্রণ জানাচ্ছি। উল্লেখ্য, ৫৬ বছর বয়সী কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট।
PM @narendramodi and @VP @KamalaHarris meet in Washington DC. pic.twitter.com/t8sYNA2ZGv
— PMO India (@PMOIndia) September 23, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
প্রধানমন্ত্রী মোদি কমলা হ্যারিসকে আরও বলেন, প্রেসিডেন্ট বাইডেন এবং আপনি এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ যে, তখন দায়িত্ব গ্রহণ করাটা কঠিন ছিল। স্বল্প সময়ের মধ্যে আপনি অনেক কৃতিত্বের দাবিদার। তা কোভিড -১৯, জলবায়ু পরিবর্তন বা কোয়াড।
India and USA are the largest and oldest democracies. We have shared values. Our cooperation is also gradually increasing: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 23, 2021
আরও পড়ুন-অযত্নে ৫০ বছরে ২২০টি ভারতীয় ভাষার অবলুপ্তি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
আপনি ভাইস প্রেসিডেন্সি গ্রহণ করার পর আমরা কথা বলার সুযোগ পেয়েছি। করোনা সংক্রমণের কঠিন সময়ে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল। সেই সময় আপনার সহানুভূতির কথা স্পষ্ট মনে পড়ছে। মনে রাখবেন, ভারতীয় বংশোদ্ভূত চল্লিশ লক্ষ মানুষ দুই দেশের মধ্যে বন্ধুত্বের সেতু হিসেবে কাজ করছে।
Both @POTUS and you assumed office at a time when our planet faced very tough challenges. In a short time you have had many achievements to your credit be it ok COVID-19, climate change or the Quad: PM @narendramodi to @VP
— PMO India (@PMOIndia) September 23, 2021
এরপরই কমলা হ্যারিস বর্ণনা করেন ভারত আমেরিকার কাছে কতটা গুরুত্বপূর্ণ বন্ধু। একইসঙ্গে ভারতের ঘোষণাকে স্বাগত জানিয়ে খুব শীঘ্রই করণা ভ্যাকসিন রপ্তানির কথা জানিয়েছেন।