কাশিপুর: ভোটের সন্ত্রাস থেকে বাদ গেলো না শিশুও। ভাঙড়ে বোমা ফেটে আহত ২ শিশু। জানা গিয়েছে, বল ভেবে খেলতে গিয়ে সেই বোমা ফেটেই ২ শিশু জখম হয়েছে। ছেলেটির বয়স ৭ ও ৪ বছরের একটি বাচ্চা মেয়েও গুরুতর আহত হয়েছে। এদিকে ছেলেটির মাথার পাশ থেকে রক্তে চুইয়ে বেরোচ্ছে। ঘটনাটি ঘটেছে, কাশীপুর থানার অন্তর্গত ছোঁয়ানি গ্রামে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন জখম দুই শিশুকে স্থানীয় জিরানগাছা হসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদেরকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরও জি কর হাসপাতালে। বর্তমানে কলকাতায়ই তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আচমকাই বিকট শব্দ শুনতে পান তাঁরা। দৌড়ে ঘরের বাইরে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই শিশু। তাদের মুখের একপাশে ঝলসে গিয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: Panchayat Election | Bhirbhum | BJP | TMC | বীরভূমে ময়ূরেশ্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
গোটা রাতই উত্তপ্ত ছিল ভাঙড়। চলেছে বোমাবাজি। স্থানীয়দের দাবি, বোমার শব্দের জেরে ঘুমোতে পারেননি তাঁরা। আর সকাল হতেই ফের শুরু হয়েছে অশান্তি। পঞ্চায়েত ভোট ঘোষণার পর মনোনয়ন পর্ব থেকেই একের পর এক অশান্তির খবর মিলেছে ভাঙড় থেকে। আজ তার ক্লাইম্যাক্স।
নদীয়ার চাপড়ার কল্যাণদহে আরও একজন ভোটের বলি। খুন তৃণমূল কর্মী আমজাদ আলি শেখ। দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় আমজাদ আলি নামক এক তৃণমূল কর্মীর। চাপড়ার ৪৮ নম্বর বুথের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট দিতে যাওয়ার সময় ১০-১১ জন তৃণমূল কর্মীর উপর চড়াও হয় কংগ্রেস সমর্থিত দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে। সেই হামলাতেই মৃত্যু হয়েছে আমজাদের।
পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারের দিনহাটায় বোমা ফেটে জখম হয়েছিল চারজন। জখমদের মধ্যে ছিল দুই শিশুও। কিছুদিন আগেই মুর্শিদাবাদের ফারাক্কায় একটি আম বাগানে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় পাঁচ শিশু। এর আগে এমন ঘটনা বহুবার ঘটেছে। আজ সকাল থেকেই ভোটের রাজ্যে একের পর এক খুন হয়ে চলেছে। বোমা-গুলি চলছে নির্বিচারে। এবার ভোট-হিংসার বলি হল শৈশবও।