জলপাইগুড়ি: পঞ্চায়েতে ভোটে (Panchayat Election 2023) প্রার্থী (Candidate) হয়ে বিজেপির (BJP) দলীয় প্রতীক না পেয়ে দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান বিজেপি কর্মী-সমর্থকদের। পঞ্চায়েত নির্বাচন যতই সামনে আসছে, রাজ্য জুড়ে ততই বাড়ছে দলবদলের হিড়িক। শাসক থেকে বিরোধী, বিরোধী থেকে শাসক দলবদল লেগেই রয়েছে। সেই আঁচ থেকে বাঁচতে পারল না উত্তরবঙ্গও। মঙ্গলবার সকালে ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের ১৫/৬১ নং বুথে প্রায় ৫০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে যোগদান করেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৫/৬১ নং বুথে মমতা অধিকারি বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দেন। যদিও বিজেপির পক্ষ থেকে তাকে প্রতীক দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। এরপর মঙ্গলবার সকালে তিনি প্রায় ৩০ জনকে নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। পাশাপাশি সন্তোষ রায়ের নেতৃত্বে ১০জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
আরও পড়ুন: Panchayat Election | তৃণমূল কর্মীকে মারধর, অভিযোগ অস্বীকার বিজেপির
প্রসঙ্গত, সন্তোষ রায় জন্মলগ্ন থেকেই তৃণমূল কংগ্রেস করতেন। কিন্তু কয়েক বছর আগে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিকুল ইসলাম। এদিনের যোগদানের পর এই বুথে তৃণমূল কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা বলে তৃণমূলের দাবি।
যদিও এই বিষয়ে বিজেপি নেতৃত্বের দাবি মমতা অধিকারী যে তারপর তৃণমূলে যোগদান করত সেই খবর তাদের কাছে ছিল। আর এই কারণেই তাকে দলের প্রতীক দেওয়া হয়নি বলে অভিযোগ।