রামপুরহাট: ভাদু সেখ খুনে অভিযুক্তদের ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। অভিযুক্তদের ফের ১৩ এপ্রিল রামপুরহাট মহ্কুমা আদালতে তোলা হবে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন- সেরা শেখ, নুর ইসলাম ওরফে সঞ্জু, রাজা শেখ, সফিকুল শেখ, ও ভাসান শেখ। ধৃতরা গ্রেফতার হওয়ার পর ১৪ দিন পুলিস হেফাজতে ছিলেন। আজ পুলিস হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁদের রামপুরহাট আদালতে তোলা হয়।
বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় নতুন করে এফআইআর দায়ের করেছে সিবিআই। ১০ জনের নামে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পলাশ শেখ, সোনা শেখ ও ছোট লালন সহ ১০ অভিযুক্তের নাম রয়েছে তাতে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ১২০ বি (ষড়যন্ত্র), এবং ৩৪ (অপরাধ সংঘটিত করা) নম্বর ধারায় মামলা রুজু করেছে সিবিআই।
২১ মার্চ, সোমবার সন্ধেয় বীরভূমের বগটুই মোড়ে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ৷ তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চালায় একদল যুবক৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে৷ সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের৷ নিহতদের অধিকাংশ মহিলা ও শিশু৷ পরে আরও একজনের মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে। বগটুইয়ের ঘটনায় প্রথমে সিট তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পেয়েছে সিবিআই।
আরও পড়ুন: Rahul Gandhi: ইডি-সিবিআই ‘জুজুর’ ভয়ে কংগ্রেসের হাত ধরেননি মায়াবতী, চাঞ্চল্যকর দাবি রাহুলের