কলকাতা: একফোঁটা বৃষ্টির (Rain) অপেক্ষায় শহরবাসী (Kolkata)। তবে স্বস্তির খবর শোনাল না আলিপুর আবহাওয়া দফতর। কী বলছে আবহাওয়া দফতর? রবিবার (Sunday) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই মহানগরে। উল্টে আরও বাড়বে তাপমাত্রা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি বজায় থাকবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার পর্যন্ত চরম অস্বস্তিকর আবহাওয়া। সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও তা অস্বস্তি কমাবে না। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে কলকাতাতে। আজ সকালের কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৭ শতাংশ।
আরও পড়ুন: Daily Bengali Horoscopes | Ajker Rashifal | আজকের রাশিফল | ৪ জুন, ২০২৩
দক্ষিণবঙ্গের আজ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়াতে তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। তাপপ্রবাহের পরিস্থিতি ও চরম অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও। সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এবং হুগলিতে।
আজ বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা সোমবার কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
এদিকে উত্তরবঙ্গে রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। দার্জিলিংয়ের এর সমতল অংশে ও তাপপ্রবাহের সতর্কবার্তা। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিংয়ের সমতলের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে। রবিবার উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।