হাওড়া: বৃহস্পতিবার জন্মাষ্টমীর (Janmashtami Festival 2023) পুণ্য তিথিতে বেলুড় মঠে (Belur Math Ramakrishna Math and Ramakrishna Mission) দুর্গাপুজোর (Durga Puja) ঢাকে পড়ল কাঠি । প্রতি বছর প্রথা মেনে এই দিনেই কাঠামো পুজো হয়। আজ শুভ জন্মাষ্টমী দিনে বেলুড় মঠে নিষ্ঠার সঙ্গে পুজো করা হল কাঠামো! এদিন সকাল সাড়ে সাতটায় মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের ডানদিকে কাঠামো পুজোর হয়! সন্ন্যাসী মহারাজরা এই পুজোয় যুক্ত আছে।
স্বামী বিবেকানন্দের হাত ধরেই বেলুড় মঠে দুর্গোৎসব সূচনা হয়! শতবছর পরেও সেই একই রীতিনীতি জাঁকজমকপূর্ণভাবে মেনে চলা হচ্ছে। আজ সকালেও বেলুড় মঠের মন্দিরে মঙ্গল আরতি হয়। তারপরই আচার মেনে কাঠামো পুজোর অনুষ্ঠান হয়। দেবী দুর্গার কাঠামো পুজো এবং মণ্ডপের খুঁটি পুজোর শুভারম্ভ হয়। এরপরেই শুরু হয়ে যায় মণ্ডপ তৈরির কাজ। ফুল, ধূপ, বৈদিক মন্ত্রোচারণ, সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে দেবীর কাঠামোকে পুজো করা হল।
আরও পড়ুন: রাজ্যের আকাশে দুর্যোগের ঘনঘটা, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
বেলুড় মঠে (Belur Math) দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকেই ৷ প্রতিবছরই কয়েক লক্ষ ভক্ত পুজোর দিনগুলিতে বেলুড় মঠ চত্বরে ভিড় করেন। দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন কুমারী পুজো দেখতে। দেশেরই নয় বিদেশ থেকেও ভক্তরা আসেন দুর্গার বোধন দেখার জন্য।