কলকাতা: বেহালা পর্ণশ্রী জোড়া খুনের ঘটনায় মৃতের দুই মাসতুতো ভাইকে গ্রেফতার করল পুলিশ৷ সোনার গয়না ও টাকার লোভে তারা বোনকে খুন করেছিল৷ প্রচুর ধারদেনা হয়ে গিয়েছিল দুই অভিযুক্তের৷ তাই বোনের থেকে সোনার গয়না হাতাতেই খুন করে৷ বাচ্চাটি মাকে খুন করতে দেখে ফেলে৷ তাই তাকেও খুন করে দুই ভাই৷ পুলিশের কাছে অপরাধ স্বীকার করে দুজনে৷ দুজনকেই গ্রেফতার করা হয়েছে৷ তাদের বাড়ি শ্যামপুকুর থানার মহেশতলা এলাকায়৷
ধৃত মৃতের মাসতুতো ভাই সন্দীপ দাস৷
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ধৃতরা বোনের বাড়ি যায়৷ ওই সময় বোনের বাড়ির বাকি সদস্যরা বাড়িতে থাকবে না বলেই জানত তারা৷ পুলিশি জেরায় তারা আরও জানিয়েছে, বোনের বাড়ি যাওয়ার কিছু পরে ভাগ্নের অনলাইন ক্লাস শুরু হয়৷ সমস্যা এড়াতে তার ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল৷ কিন্তু, মাকে খুন করতে দেখে ফেলে ছেলেটি৷ তাই প্রমাণ লোপাটে তাকেও খুন করা হয় বলে ধৃতরা পুলিশকে জানিয়েছে৷
ধৃত মৃতের মাসতুতো ভাই সঞ্জয় দাস৷
আরও পড়ুন: তিন সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার
৬ অগস্ট মা ও ছেলের গলা কাটা জোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পর্ণশ্রী থানা এলাকার সেন পল্লীর একটি ফ্ল্যাটে। মৃত মা’য়ের নাম সুস্মিতা মন্ডল (ছেলে নাবালক)। সোমবার রাতে রক্তাক্ত অবস্থায় বাড়ির মেঝেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে যায় গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা, ডিসি ডিডি স্পেশাল দেবস্মিতা দাস, ডিসি স্বাতী ভাঙ্গালিয়া। ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের হোমিসাইড শাখা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী।
পর্ণশ্রীর এই ফ্ল্যাটেই জোড়া খুনের ঘটনা ঘটে
সূত্রের খবর, মৃতার স্বামী একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করতেন। এদিন সন্ধ্যায় ব্যাঙ্ক থেকে ফিরে ঘরে স্ত্রী ও ছেলের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান তপন মণ্ডল। তারপরে আতঙ্কিত হয়ে পরিচিত এবং প্রতিবেশীদের ডেকে আনেন। খবর দেন পর্ণশ্রী থানাতে।তদন্তে নেমে মৃতের মাসতুতো ভাইকে গ্রেফতার করা হয়৷