কলকাতা: দুর্গোৎসবের (Durga Puja) প্রস্তুতি নিয়ে কলকাতা পুরসভায় (Kolkata Municipality) বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা পৌরসভার কাউন্সিল চেম্বারে আয়োজিত বৈঠকে সোমবার কলকাতা পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা, দমকল বিভাগের আধিকারিক, পৌর কমিশনার বিনোদ কুমার, বিভাগীয় ডি জি , বোরো চেয়ারম্যান সহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন দুর্গা পুজোকে কেন্দ্র করে প্রশাসনিক ব্যবস্থাপনা সহ নাগরিক পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পুজো প্রস্তুতি নিয়ে একাধিক বিষয়ে মত বিনিময় হয় এই বৈঠকে। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, প্রত্যেক বছরেই দুর্গাপুজো নিয়ে এই ধরনের প্রস্তুতি বৈঠক হয়। সমস্ত বিভাগকে নিয়ে এদিন বৈঠক হয়েছে। যাতে আসন্ন দুর্গাপুজো নির্বিঘ্নে আয়োজন করা যায়।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ব়্যাগিং দূর করার ডাক উঠল
এদিনের বৈঠকে রাস্তার বেহাল অবস্থা নিয়েও আলোচনা হয়েছে। মেয়র বলেন, আমরা ঠিক করেছি যে সব রাস্তা রক্ষণাবেক্ষণ কলকাতা পুরসভা করবে। ১৫ দিনের মধ্যে খারাপ রাস্তা ঠিক করে চালু করে দিতে হবে বলেও এদিন জানান মেয়র। পুজোর আর হাতে সময় কম, তার জন্য সব বোরোকে গালিপিট পরিষ্কার করা জন্য বলে দেওয়া হচ্ছে। এছাড়া বিজ্ঞাপনের সময় অনেকে বেআইনি ব্যানার বা বিজ্ঞাপন লাগায়। তাই সেটা রোধ করার জন্য পুজো উদ্যোক্তাদের বিজ্ঞাপনে যাতে নাম থাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন যে গাছের উপরে ব্যানার বা বিজ্ঞাপন যেন না লাগানো হয়। সেটা দেখার জন্য বলা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ নিয়ে অনৈতিক পদ্ধতি অবলম্বন যেন না করা হয়। কোন বিদ্যুতের খুঁটি কার ,সেটা যেন আগে থেকেই ঠিক করা হয়। প্রচুর ম্যানহোলে চুরি হচ্ছে। এটা আমরা পুলিশকে বলেছি দেখার জন্য। শহরে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য আমরা টাকা দিয়েছি। যাতে এই সমস্ত সিসিটিভি চলছে কি চলছে না তার একটা লাগাতার রিভিউ হয় ,সেটা বলা হচ্ছে। অনেক সময় গাড়ি নিয়ে এসে ম্যানহোল চুরি হয়ে যাচ্ছে। ফলে এটা বিপদজনক হয়ে যাচ্ছে। তাই লাল বাজারকে বলা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা যাতে ঠিক থাকে সেটা দেখতে। তিনি এদিন বলেন জল জমার পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক রয়েছে। আর কোথাও বেশি সময়ের জন্য জল জমছে না বলে জানান মেয়র। মহলায়ার আগে শহর কলকাতার সমস্ত রাস্তা ঠিক করা হবে বলে জানান মেয়র।