বারাসত: বারাসাত (Barasat) বাণীকণ্ঠ নগরে এক বৃদ্ধকে (Old Man) পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ সকাল নটার সময় উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের বাণীকণ্ঠ নগর বি-ব্লকে। ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ (Police) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছোটদের মারপিট ঠেকাতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধ লোকের। যাঁর মৃত্যু হয়েছে তাঁর নাম পানু মন্ডল । স্থানীয়রা জানিয়েছেন, বাচ্চারা মিলে মারপিট করছিল। ঠিক সেই সময় পানু মন্ডল তাঁর নাতিকে আটকাতে যান। সেই সময় আর এক ব্যক্তি এসে পানু মন্ডলকে মারধর করে। বাড়ির লোকজন বারাসাত হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসক। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত এলাকা থেকে পলাতক।
আরও পড়ুন: দলত্যাগী প্রাক্তন বিধায়কের বুথেই বিজেপির হার
এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।