কলকাতা: জগাছার ব্যালট মামলায় (Ballot Case) শুক্রবার আদালতে হাজিরা দিলেন বালি জগাছার বিডিও। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Calcutta High Court Justice Amrita Sinha) নির্দেশমতোই এদিন বিডিও রাস্তায় পড়ে থাকা ব্যালট সংক্রান্ত রিপোর্ট পেশ করেন। সিসিটিভি সহ বাকি ভিডিও ফুটেজও আদালতে পেশ জমা দেওয়া হয়।
গত ১১ জুলাই পঞ্চায়েত ভোটের গণনার দিন বালি-জগাছা ব্লকের দুর্গাপুর পল্লিমঙ্গল বিদ্যামন্দিরের গণনা কেন্দ্র থেকে ছিনতাই হয়েছিল ব্যালট পেপার। এই ঘটনায় বিডিও পুলিশের কাছে এফআইআর করেছিলেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলায় হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার বিডিওকে নির্দেশ দেয়, গণনার দিন ঠিক কী হয়েছিল, তা তথ্য-সহ শুক্রবার কোর্টে পেশ করতে হবে। সেইমতো এদিন বিডিও আদালতে হাজিরা দিয়ে রিপোর্ট পেশ করেন।
আরও পড়ুন: Calcutta High Court | ভোটে মাত্র ৮ রাউন্ড গুলি চালায় শূন্যে, হলফনামায় দাবি বিএসএফ কর্তার
ব্যালট কী করে বাইরে এল, তা বিডিওর কাছে জানতে চান বিচারপতির অমৃতা সিনহা। জবাবে বিডিও বলেন,গণনার সময় ব্যালট ছিনতাই হয়ে গিয়েছিল ,সেই ব্যালটই বাইরে এসেছে। আমি এফআইআর করেছি, নির্বাচন কমিশনকেও জানিয়েছে। বিচারপতি সিনহা জানতে চান, এই বিষয় কমিশন কোন পদক্ষেপ নিয়েছে কি না? বিডিওর জবাব, সেটা আমার জানা নেই।
রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, নানা অনিয়ম ধরা পড়েছে বলেই ৬৯৬ টি বুথে পুনরায় নির্বাচন করিয়েছে কমিশন। আরও ৬০০০ বুথ নিয়ে অভিযোগ এসেছে। কমিশন (West Bengal State Election Commission) সেগুলি খতিয়ে দেখছে। প্রধান বিচারপতির এজলাসেও এই নিয়ে পৃথক মামলা চলছে। সওয়াল জবাবের পর আদালতের নির্দেশ, গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে। হলফনামা পেশ করবে কমিশন। ২৫ জুলাই পরবর্তী শুনানি।