হটুগঞ্জ: চারদিন বাকি পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) রাজ্যে অশান্তি অব্যাহত। নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) বিভিন্ন এলাকা শাসকবিরোধী রাজনাতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে। মঙ্গলবার আইএসএফ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জ (Hatuganj)। বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার ১১৭ নম্বর জাতীয় সড়কের কাছে কর্মী সমর্থকদের দেখে কটুক্তি করে তৃণমূল কর্মী সমর্থকেরা। এরপর বচসা বাঁধে, যা হাতাহাতিতে পৌঁছে যায়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নয় দক্ষিণ ২৪ পরগনা হটুগঞ্জ। একে অপরের বিরুদ্ধে বোমাবাজী করার অভিযোগ ওঠে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আইএসএফ তৃণমূলের সংঘর্ষ ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। উভয় দলের কর্মীরা একে অপরকে লক্ষ্য করে বৃষ্টি করতে থাকে। রণক্ষেত্র পরিস্থিতি দেখে এলাকায় সমস্ত দোকান বন্ধ করে দেয় ব্যবসায়ীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল উস্থি ও কুল্পি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে পৌঁছায় মন্দির বাজারে এসডিপিও। এর পাশাপাশি পথ চলতি মানুষেরাও আতঙ্কিত হয়ে পড়ে। আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Murshidabad | বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র ভগবানগোলা
গত শনিবারই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে প্রচার সেরে বাড়ির ফেরার পথে খুন হন তৃণমূল কর্মী। সোমবার নিহত তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পরিবারকে আর্থিক সাহায্যও করেন। ভোটের দিন ঘোষণার পর থেকেই দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় রাজনাতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে ছিল। এলাকায় পড়েছে মুড়িমুড়কি মতে পড়েছে বোমা, ভাঙচুর করা হয়েছে একাধিক দোকান। মনোনয়ন পর্বে অশান্তি ছড়িয়েছিল ভাঙড়, ক্যানিংয়ে। রাজনৈতিক হিংসায় ভাঙড়ে তিন জনের মৃত্যুও ঘটেছে।
প্রসঙ্গত, এদিন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য দাবি করেন, রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, ২-৩টি ঘটনা ঘটলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রের মধ্যে রয়েছে। ডিজির দাবি, উপর মহলের নির্দেশ রয়েছে, কোথাও হিংসা বরদাস্ত করা হবে না। ডিজি এহেন মন্তব্যে সরব হয়েছে বিরোধীরা।