বসিরহাট: বসিরহাট মহকুমার উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ নাইয়া (৩৫)। তাঁর বাড়ি টেংরামারি এলাকায়।
২০২১ সালে ২১ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সরাসরি সম্প্রচার করার জন্য জায়ান্ট স্ক্রিন লাগানো নিয়ে হাড়োয়ায় তৃণমুলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে। তাতে মৃত্যু হয় ৬৫ বছরের লক্ষ্মী মণ্ডল এবং ৩২ বছরের সন্ন্যাসী সর্দারের। ওই ঘটনা হাড়োয়া থানায় তৃণমূলেরই ৩১ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। অভিযুক্তদের মধ্যে নাম ছিল বিশ্বজিৎ নাইয়ারও। তদন্তে নেমে পুলিশ সেই সময় ৩১ জনকে গ্রেফতারও করে। সেই মামলার বিচার চলছিল বসিরহাট মহকুমা আদালতে।
আরও পড়ুন: সিবিআইয়ের তলবি নোটিস পাননি, দাবি সুজিতের
বিশ্বজিৎ নাইয়া বসিরহাট জেলেই ছিলেন। পুলিশ সূত্রের খবর, জেলেই অসুস্থ হয়ে পড়ে বিশ্বজিৎ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতেই মুচিখোলা শ্মশানে বিশ্বজিতের শেষকৃত্য হয়। তবে পরিবারের তরফে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ জানানো হয়নি।