বাসন্তী: রাতভর বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কালিপদর মোড় এলাকায়। বোমাবাজির ঘটনাটাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রাতে ১টার পর থেকে মুহুর্মুহু বোমা ফাটতে থাকে কালিপদর মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। বোমার সরঞ্জাম রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই উতপ্ত এলাকা। বাসন্তীর কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত শাসকদলের কোন গোষ্ঠীর দখলে থাকবে, সেই নিয়েই গন্ডগোল। পুলিশেরও প্রাথমিক ধারনা, রাতের অন্ধকারে যে বোমাবাজির ঘটনা ঘটেছ, তার পিছনে তৃণমূলের গোষ্ঠী কোন্দল দায়ী। মূলত শক্তি প্রদর্শনের জন্যই বোমাবাজি করা হয়েছে বলে অনুমান প্রশাসনের।
আরও পড়ুন: Panchayat Election 2023 | কংগ্রেস কর্মী খুনে মুর্শিদাবাদে প্রতিবাদ মিছিল অধীরের
রবিবার সকাল পর্যন্তও এই ঘটনার জন্য কাউকে আটক বা গ্রেফতার করতে পারিনি পুলিশ। তবে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তৎপর বাসন্তীর পুলিশ।
প্রসঙ্গত, ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। ২০১৮ সালের পঞ্চায়েতের পুনরাবৃত্তি চাইছেন না রাজ্যে বিরোধী দলগুলো। তবে মনোনয়নপত্র পেশের প্রথম দিন থেকেই জেলায় জেলায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলার পরিস্থিতি।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ারদের উর্দি পরিয়ে পুলিশ কর্মী হিসাবে মোতায়েন করার পরিকল্পনা করছে স্বরাষ্ট্র দফতর, এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার টুইটে শুভেন্দু লেখেন, সিভিক ভলান্টিয়ারদের জেলায় আদান প্রদান করা হবে। তাদের যাতে চিহ্নিত করা না যায় তাই বিশেষ করে স্পর্শকাতর জেলাগুলি জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে এমন করার পরিকল্পনা করছে বলে অভিযোগ শুভেন্দু। এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চোধুরি সেনাবাহিনী দিয়ে পঞ্চায়েত করানোর কথা জানিয়েছেন। তিনিও পুলিশ দিয়ে ভোট করানোর বিষয় সরব হয়েছে একাধিকবার।