কলকাতা: এগরার পর এবার দত্তপুকুরের নীলগঞ্জে। ফের বাজি কারখানায় বিস্ফোরণ! কমপক্ষে ৬-৭ জনের প্রাণহানির আশঙ্কা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কংক্রিটের কারখানাটি ভেঙে গুঁড়িয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়ে আসে পাশে আরও বেশ কয়েকটি বাড়ি। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৬-৭ হলেও পরবর্তী কালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যদিও সরকারি ভাবে এখনও কোনও বিবৃত দেওয়া হয়নি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বেআইনি ওই বাজি কারখানায় শব্দবাজি তৈরি হত। মজুদ ছিল প্রচুর পরিমানে বাজির মশলা। অনেকে বোমা তৈরী হতো বলেও অনেকে অভিযোগ করেছে।
আরও পড়ুন: সুদের টাকা না মেটানোয় গুলি যুবককে, গ্রেফতার ১ দুষ্কৃতী
ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন বিশাল পুলিশ বাহিনী। সেখানে উপস্থিত রয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। এলাকাবাসীদের আরও অভিযোগ, শুধু মাত্র ওই বাড়িতেই নয়, এলাকার আরও একাধিক বাড়িতে চলছে বেআইনি বাজি কারখানা। আর সেই সমস্ত কারখানাগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানচ্ছেন স্থানীয় বাসিন্দারা।