বাঁকুড়া: ক্রমশ ফাটল চওড়া হচ্ছে বিজেপির অন্দরে৷ রাজ্যস্তর থেকে ক্ষোভ ছড়াচ্ছে জেলায় জেলায়৷ বিভিন্ন সাংগাঠিক হোয়াটঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছেন বিজেপি বিধায়করা৷ বাঁকুড়ার জেলা সভাপতি বদলের পরেই শনিবার জেলা হোটাসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছেন চার বিধায়ক৷ জেলাগ্রুপ-সহ রাজ্য গ্রুপ থেকে তাঁরা বেরিয়ে গেছেন বলে খবর৷ যদিও গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার খবর অস্বীকার করেন বিজেপি বিধায়করা৷
এই গ্রুপ থেকেই বেরিয়ে যান বিজেপি বিধায়করা৷
সূত্রের দাবি, শনিবার জেলার দুটি সাংগঠনিক জেলার সভাপতির বদল হয়েছে৷ তারপরেই বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটি সাংগঠনিক জেলার বিভিন্ন গ্রুপ থেকে ‘লেফট’ করেন চার বিজেপি বিধায়ক৷ কারণ, তাঁরা সাংগাঠনিক রদবদলে খুশি নন৷ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রুপ ছেড়ে যাওয়া বিধায়করা।
জেলা বিজেপি সূত্রের দাবি, ‘নতুন সভাপতিদের দিয়ে সংগঠন আরও ভেঙে পড়তে পারে বলে রাজ্যে ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা৷ একই সঙ্গে যোগ্য ব্যক্তিকেই সভাপতির আসনে বসানোর অনুরোধ বিধায়কদের।
আসন্ন পুরসভা নির্বাচনে দলের শক্তি বৃদ্ধি করতে সাংগঠনিক রদবদলের করে জেলা নেতৃত্ব৷ কিন্তু সেই রদবদলে খুশি নন জেলার বিজেপি বিধায়করা৷ এ কারণেই তাঁরা গ্রুপ ছেড়েছেন৷ সূ্ত্রের দাবি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া বিধায়কের তালিকায় রয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, সোনামুখীর দিবাকর ঘরামি ও ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া। যদিও গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা।