বাঁকুড়া: বিতর্কিত মন্তব্য করায় বাঁকুড়ার ছাতনার বিজেপি নেতা জীবন চক্রবর্তীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ। শুক্রবারও আদালত চত্বরে দাঁড়িয়ে রাজ্যকে উলঙ্গ বলে কটাক্ষ করলেন তিনি। শুক্রবার তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিস কেন গ্রেফতার করল, সেই প্রশ্নে এমনই মন্তব্য করলেন জীবন। তিন বিজেপি নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, বৃহস্পতিবার ছাতনা থানা এলাকায় দুবরাজপুর মোড়ে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ এবং পুলিসকে হুমকির ঘটনায় পুলিস জীবনসহ তিন বিজেপি নেতাকে গ্রেফতার করে।
গতকাল ছাতনার আইসিকে প্রকাশ্যে বিবস্ত্র করার হুমকি দেন স্থানীয় এই বিজেপি নেতা। সমালোচনার মুখে জীবন চক্রবর্তীকে দলের কেউ নয় বলে দাবি করে বিজেপি। দুর্নীতির অভিযোগে চলা অবরোধ তুলতে গেলে পুলিসের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে জীবন চক্রবর্তী, শ্যামসুন্দর মণ্ডল ও দেবীদাস চক্রবর্তী নামে তিন বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন: Shasan Bombing: ভেড়ির তোলাবাজির লক্ষ লক্ষ টাকার দখল নিয়েই কি উত্তপ্ত শাসন?
ধৃত এই বিজেপি নেতাদের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা রুজু করেছে ছাতনা থানার পুলিস। এদিন ধৃত বিজেপি নেতাদের তোলা হয় বাঁকুড়া জেলা আদালতে। সেই সময় ফের উলঙ্গ রাজ্য চলছে, গণতন্ত্র বিপন্ন বলে মন্তব্য করেন জীবন।