কলকাতা: অবশেষে চূড়ান্ত হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে অভিনেতা নির্বাচন। বলি পাড়া সূত্রে খবর, সৌরভের ভূমিকায় দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে (Ayushman Khurrana)। গত দুবছর ধরে জল্পনা চলছিল সৌরভের বায়োপিক নিয়ে। ধোঁয়াশা চলছিল। একের পর এক অভিনেতার (Actor) নাম সামনে এসেছে। কে অভিনয় করবেন তা নিয়ে চলছিল নানা জল্পনা। তবে চূড়ান্ত কিছু হয়নি। সব থেকে বেশি চর্চা হচ্ছিল অভিনেতা রণবীর কপূরের নাম নিয়ে। কখনও শোনা গিয়েছে অভিষেক বচ্চন, হৃতিক রোশনের নাম নিয়ে। শেষমেষ প্রিন্স অফ ক্যালকাটার চরিত্রে দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। জানা গিয়েছে, ইতিমধ্যে চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। এই বছরের শেষ শ্যুটিং শুরু হবে।
ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের চরিত্র ফুটিয়ে তোলার জন্য বাছা হয়েছে আয়ুষ্মানকে। আগামী মাস থেকে প্রশিক্ষণ শুরু হবে। রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত এই সিনেমার বিষয়ে খুব সাবধানী। চিত্রনাট্যের সময় পরামর্শ দিতে সৌরভ বারবার মুম্বই গিয়েছেন। জানা গিয়েছে আয়ুষ্মানের সঙ্গে মিল রয়েছে সৌরভের। তিনি সৌরভের মতোই বাঁ হাতি। এটা তাঁর ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক খুব হিট হয়েছিল। মহম্মদ আজহারউদ্দিনের বায়োপকিও হিট হয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিনেমা কতটা সাড়া ফেলতে পারে এখন সেটাই দেখার।