নয়াদিল্লি: ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brijbhushan Sharan Singh) অযোধ্যা (Ayodhya) মিছিল (Rally) বাতিল হয়েছে। এবার ভারতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) সভাপতি ব্রিজভূষণ শরণসিং জুন মাসের ১১ তারিখ উত্তর প্রদেশে মিছিল করবে। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Harrasment) অভিযোগ উঠেছে। যে ঘটনায় দীর্ঘ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কুস্তিগিররা (Wrestlers)। ব্রিজভূষণ শরণ সিং আগেই জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে পুলিশের তদন্ত চলছে তাই জুন মাসের ৫ তারিখ জনচেতনা মহামিছিল স্থগিত করছেন। তাঁর বিরুদ্ধে সাত মহিলা কুস্তিগির অভিযোগ করেছেন। তার মধ্যে এক নাবালিকাও রয়েছে। এবার লোকসভার সাংসদ ব্রিজভূষণ শরণ শিং তাঁর নিজের সংসদীয় এলাকায় উত্তরপ্রদেশের কায়শেরগঞ্জে কাটরা এলাকায় একটি মিছিল করবেন। ২০২৪ সালের নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির মহা সম্পর্ক অভিযানের অংশ সেটি।
শুক্রবার একটি ফেসবুক পোস্টে ব্রিজভূষণ শরণ সিং বলেছেন, সমাজে শয়তানি ছড়াচ্ছে। সেকথা বিচার করে জুন মাসের ৫ তারিখ অযোধ্যায় সন্ত সম্মেলন করবার কথা ভেবেছিলাম। এখন পুলিশ তদন্ত করছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা মাথায় রেখে কিছু দিনের জন্য জন চেতনা মহা মিছিল স্থগিত করলাম। আমার রাজনৈতিক বিরোধীরা ও তাদের দল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। যদিও নতুন মিছিলের বিষয়ে জানতে চাওয়া হলে অযোধ্যার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে কোনও মিছিলের বিষয়ে অনুমতি চাওয়া হয়নি।
আরও পড়ুন: Mamata Banerjee | অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না কেন করমণ্ডলে? প্রশ্ন তুললেন মমতা
উল্লেখ্য, মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) গ্রেফতার এবং অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে দিল্লির যন্তর মন্তরে ধরনা চলছে। ধরনার পুরোভাগে রয়েছেন সাক্ষী মালিক (Sakshi Malik), বজরং পুনিয়া (Bajrang Punia), বিনেশ ফোগটের (Vinesh Phogat) মতো আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী কুস্তিগিররা। গত ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন, তাঁদের টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। বিশিষ্ট খেলোয়াড়রা তাঁদের উপর পুলিশি অত্যাচারের নিন্দে করেছেন। সাক্ষী-বজরংদের পাশে প্রথম থেকেই আছেন জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া (Neeraj Chopra)। অলিম্পিক্সে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রাও (Abhinav Bindra) পাশে দাঁড়িয়েছেন।