যুব নেতা অরিত্র ঘোষের সঙ্গে এলাকা দখল নিয়ে ঝামেলা চলছিল অন্য এক নেতার। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বৃহস্পতিবার দুপুরে অরিত্র বাইক নিয়ে যাচ্ছিলেন। সেসময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ, আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু গুলি অরিত্রের গায়ে লাগেনি। সে বাইক থেকে মাটিতে পড়ে যায় তখনই তাঁকে মারধর করা হয়। লোহর রড দিয়ে অরিত্রকে মারা হয়েছে বলে অভিযোগ। মারের চোটে তাঁর হাত-পা ভেঙে গিয়েছে। এরপর গুরুতর জখম অবস্থায় অরিত্রকে রথতলার কাছে এক নার্সিংহোমে ভরতি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানান চিকিৎসকরা।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Governor | হুমকির রাজনীতি চলবে না বলে ফের কড়া বার্তা দিলেন রাজ্যপাল
মনে করা হচ্ছে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অভিযোগের তির এলাকারই অন্য এক তৃণমূল নেতা জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে। তাঁর দলবলই অরিত্রর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। হাসপাতালে অরিত্র তাঁর নামই বলেছেন। আমি বাইকে করে অফিসে যাচ্ছিলাম। বাড়ি থেকে বেরোনোর পরেই জয়ন্ত সিংহ এবং তাঁর দলের লোকেরা আমাকে গুলি করে। ওরাই আমাকে লোহার রড দিয়ে মারধর করে। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।