লাহোর: পাকিস্তানের (Pakistan) স্বাধীনতা দিবসের আগে চিনা কনভয়ে জঙ্গি হামলা। পাকিস্তানে বালোচিস্তানের জঙ্গিরা (Baloch militants) চিনের ইঞ্জিনিয়ারদের (Chinese engineers) কনভয়কে টার্গেট করল। তাতে পাল্টা গুলি চালায় পাকিস্তান সেনা। ঘটনায় দুজন জঙ্গি নিহত হয়েছে বলে পাকিস্তানের দাবি। কোনও চিনের ইঞ্জিনিয়ার বা পাকিস্তানের নাগরিকের ক্ষতি হয়নি বলেও তারা জানিয়েছে। গোয়াদর বন্দর শহরে (port city of Gwadar ) একটি প্রকল্পে চিনের ইঞ্জিনিয়ররা কাজ করছিলেন। তাঁদের দিকে আক্রমণ হয়। দুজন জঙ্গি এই আক্রমণ করে।
একটি বড় সংখ্যক চিনের ইঞ্জিনিয়র কাজ করছেন ওই গোয়াদরে। বালোচিস্তান প্রদেশের এই বন্দরের সঙ্গে চিনের জিনজিয়াং প্রদেশের সঙ্গে যোগ হচ্ছে। চিন পাকিস্তান ৬০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক করিডরের (China-Pakistan Economic Corridor) অংশ হিসেবে ওই উদ্যোগ। এই আক্রমণের দায় স্বীকার করেছে দ্য বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। ওই এলাকায় চিনের বিনিয়োগের বিরুদ্ধে এই আক্রমণ। এতে স্থানীয় মানুষের উপকার হবে না। এর আগেও বিএলএ এই ধরনের আক্রমণ করেছে। তারা বিবৃতি দিয়ে বলেছে, বিএলএ মজিদ ব্রিগেড আজ চিনের ইঞ্জিনিয়রদের কনভয়কে টার্গেট করেছে। এই ধরনের আক্রমণ চলবে। বিএলএ দাবি করেছে, এতে চার চিনের নাগরিক নিহত হয়েছেন। নয়জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। তবে ঘটনায় তারা দুজন যোদ্ধাকে হারিয়েছেন।
আরও পড়ুন: পৃথিবীর বৃহত্তম কাঠবিড়ালির কত বড় জানেন, কোথায় পাওয়া যায়?
এদিকে পাকিস্তানি সেনেটর সরফরাজ বুগতি জানিয়েছেন, চিনের কর্মীদের কনভয়ে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা করছি। সৌভাগ্যবশত কোনও প্রাণহানি ঘটেনি। আক্রমণকারীরা নিহত হয়েছে। ( Pakistani civilians)