ধূপগুড়ি: আজ ধূপগুড়ি (Dhupguri) বিধানসভা উপনির্বাচন (By Election)। কড়া নিরাপত্তার বলয়ে সকাল ৭টা শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। ভোটার কার্ড (Voter Card) নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। নিজের নিজের বুথে ভোট দিতে দেখা গেল প্রার্থীদের (Candidate)। ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৫/১৬৮ নং বুথে সস্ত্রীক ভোট দিলেন বাম -কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়।
অন্যদিকে, ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৫/৭৯ নং বুথে সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। গাদং ২ নং গ্রাম পঞ্চায়েতের কায়েতের কামাত প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে প্রার্থীরা বিভিন্ন এলাকায় ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণে বেরিয়ে পড়েছেন।
আরও পড়ুন:প্রশাসনের আশ্বাসে উঠল বাস বন্ধের সিদ্ধান্ত
ধূপগুড়ির ভোট নির্বিঘ্নে সারতে বাড়তি সতর্ক রয়েছে নির্বাচন কমিশনও। তিন কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। প্রতি বুথে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। বুথের বাইরে রয়েছে রাজ্য পুলিশের কর্মীরা। ধূপগুড়িতে মোট বুথের সংখ্যা ২৬০ টি। তার মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ৭২টি। মোট ভোটারের সংখ্যা ২৬৯৪১৬ জন। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে।