কলকাতা: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের লাগাতার অভিযোগ। রাজ্য ও রাজ্যপাল সংঘাত। সঙ্গে ভুয়ো টিকা বিতর্ক। এই সবের মধ্যেই শুক্রবার থেকে শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়েই শুরু হবে অধিবেশন। রাজ্যের সাংবিধানিক প্রধান শাসক দলের বিরুদ্ধে ভোটের পর থেকেই সরব। তাই তাঁর ভাষণের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।
দুপুর ২ টোর সময় রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এই বাজেট অধিবেশন। এই দিন দলের সব বিধায়কদের অধিবেশনে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ এই বিষয়ে জানান, দলের সব বিধায়কদের দুপুর ১টা ৪৫ মিনিটের মধ্যে অধিবেশন কক্ষে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অধিবেশন চলবে ৮ জুলাই পর্যন্ত। ২০২১-২০২২ সালের রাজ্যের বাজেট পেশ হবে আগামী ৭ জুলাই।