কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বন্যায় বিপর্যস্ত অসমসহ উত্তর-পূর্ব ভারত। অসমে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুসহ ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও এই সংখ্যাটি ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে। ফলে জীবনহানির সঠিক সংখ্যা কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না। বন্যার জল ঢুকে এ পর্যন্ত প্রায় ৪২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। রাজ্যের ৩৩টি জেলাই বন্যা কবলিত। সোমবার সকাল পর্যন্ত ৮ জন নিখোঁজ রয়েছেন।
রবিবার রাতে কামপুর এলাকায় ২ পুলিস কর্মী জলের তোড়ে ভেসে গিয়েছেন। কামপুর থানা থেকে পুলিসের একটি টহলদারি দল বেরয়। ওসি সমুজ্জ্বল কাকোতি সেই দলে ছিলেন। রাতের অন্ধকারে জলের গতিবেগ বুঝতে না পারায় থানার আধিকারিকসহ আরও এক পুলিস কর্মী ভেসে গিয়েছেন। রাজীব বরদলুই নামে কনস্টেবলের দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু, নিখোঁজ ওসির এখনও হদিশ মেলেনি।
আরও পড়ুন: Siliguri: রাতভর বৃষ্টিতে শিলিগুড়ির অস্থায়ী ব্রিজ ভাসল, দুর্ভোগে শহরবাসী
বর্ষার শুরুতেই অতিবৃষ্টিতে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ ভুটানেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক লক্ষ মানুষ এই বন্যার ফলে ঘরছাড়া। বিশেষত ভুটানে অতিবৃষ্টির জেরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও জল নামছে। উত্তরবঙ্গের বেশিরভাগ নদীতেই জলস্তর বেড়েছে। তিস্তা, তোর্ষা সহ প্রায় সব নদীগুলি ফুঁসছে। বেশকিছু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। এছাড়াও নাগাড়ে বৃষ্টির ফলে পাহাড়ে যত্রতত্র ধস নামছে। বিভিন্ন সড়কপথ ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে ধস সরাতেও সমস্যা হচ্ছে।