লখনউ: আন্দোলনকারী কৃষকদের যে গাড়ি চাপা দিয়েছিল, তাতে তিনি ছিলেন না। লখিমপুর খেরিতে কৃষক-মৃত্যুর ঘটনায় পুলিশি জেরার মুখোমুখি হয়ে এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে অভিযুক্ত আশিস মিশ্র। শনিবার সকাল ১০টা ৩০ নাগাদ উত্তরপ্রদেশ পুলিশের অপরাধদমনকারী শাখার আধিকারিকদের সামনে হাজিরা দেন তিনি। তাঁর বয়ানের সপক্ষে প্রমাণ হিসেবে ভিডিও এবং ১০ জনের এফিডেভিট জমা দেন লখিমপুর সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত আশিস।
আশিসের দাবি, ঘটনার সময় তিনি ‘দঙ্গল’-এ ছিলেন। বৃহস্পতিবার অভিযুক্ত আশিস মিশ্রর বাড়িতে নোটিস দিয়ে আসে উত্তরপ্রদেশ পুলিশ। শুক্রবার থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও হাজির হননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। বাবা অজয় মিশ্র জানান,’ শারীরিক অসুস্থতার কারণেই আশিস পুলিশি জেরার মুখোমুখি হতে পারেননি। শীঘ্রই তিনি হাজিরা দেবেন।’ সেই মতো শনিবার হাজিরা দেন তিনি।
আরও পড়ুন: লখিমপুর কাণ্ডে প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার নয়, সাফ জানালেন যোগী
লখিমপুর খেরিতে বিক্ষোভ কৃষকদের
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার লখিমপুর যান৷ তাঁদের আসার আগে কৃষকরা সেখানে জমায়েত শুরু করেন৷ আন্দোলনকারীরা কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়াও মন্ত্রীদের কালো পতাকা দেখাতে চেয়েছিলেন৷ সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের একটি গাড়ি কৃষকদের উপর দিয়ে চলে যায়৷ তাতে কয়েক জন কৃষকের মৃত্যু হয়।
এর পরই ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা৷ একাধিক গাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়৷ পুলিশ জানিয়েছে, সংঘর্ষ এবং গাড়ি চাপা পড়ে মোট আট জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে চার জন কৃষক৷ এই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়৷ কৃষকদের সমর্থনে তাদের পাশে থাকার বার্তা দেন বিরোধীরা৷ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র অবশ্য বারবার দাবি করেছেন তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে।
আরও পড়ুন: বিজেপি সরকার লখিমপুর নিয়ে নিরপেক্ষ তদন্ত করবে, বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র