কাটোয়াঃ সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষের সামনেই হাতাহাতি। প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সমালোচনার ঝড় তৃণমূলের।
পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে বিজেপির কর্মিসভায় শুক্রবার প্রকাশ্যে এসেছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন কর্মী-সমর্থকরা। যা নিয়ে কটাক্ষ করতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। নাম না করে দিলীপ সুকান্তকে তোপ দাগেন তিনি। শুক্রবার লাভপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে এসে এই প্রসঙ্গে তিনি বলেন, আগে রাজ্যসভাপতি ভেঁড়া ছিল এখন একটা ছাগল এসেছে।
আরও পড়ুন বিজেপিতে ভাঙ্গন অব্যাহত, শান্তিপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে ২১০০
বিধানসভা ভোটে ভরাডুবির পর রাজ্য সভাপতি বদল করেছে গেরুয়া শিবির। দিলীপ ঘোষের জায়গায় আনা হয়েছে সুকান্ত মজুমদারকে। তবে তার পরেও থামছে না গোষ্ঠীদ্বন্দ্ব। এদিন জেলাস্তরের বিজেপি নেতাদের গায়েও হাতও পড়ে বলে অভিযোগ। শেষ পর্যন্ত অল্প সংখ্যক কিছু কর্মীকে নিয়ে পুলিশি নিরাপত্তার মাধ্যমে কর্মিসভা শেষ করে বিজেপি।
আরও পড়ুন দাঁতনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ৩০০ কর্মীর
দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের সাফাই, যারা গন্ডগোল করেছে, তাঁরা বিজেপির কর্মী নয়। যদিও এই বিষয়ে বিজেপির আদি কর্মীদের অভিযোগ, দলের নতুন কর্মীরা তাঁদের অন্ধকারে রেখে নানা কাজকর্ম করছেন। কাটোয়া থেকে দাঁইহাটে জেলা অফিস স্থানান্তরের বিষয়েও তাঁদের কিছু জানানো হয়নি। দলের জেলা সভাপতি (গ্রামীণ) বিজেপির আদি কর্মীদের ফোন ধরেন না বলে অভিযোগ করেন তাঁরা।