কলকাতা: যে কোনও হোমো-সেপিয়েন্স তিনটে ব্যথায় আজন্ম ভয় পায়। সিবিআইকে চিঠি লিখে জানালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অসুস্থ অনুব্রত নিজের ‘ভয়-ব্যথার’ কথা ব্যাখ্যা করতে গিয়ে হোমো-সেপিয়েন্সের ‘বেদনাবোধের’ তুলনা টেনেছেন। যা এক কথায় নজিরবিহীন।
চার্লস ডারউইনের বির্বতনবাদের সূত্র ধরে আধুনিক হোমো সেপিয়েন্সের জন্ম কম বেশি ২ থেকে ৩ লক্ষ বছর আগে। তখন থেকেই হোমো- সেপিয়েন্সরা অনুব্রতের মত তিনটি ব্যথায় আজন্ম ভয় পেতেন কিনা তার অবশ্য কোনও প্রত্নতাত্ত্বিক দলিল নেই। কিন্তু বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা ‘হোমো-ব্যথার’ ওজন নিজের শরীর দিয়ে বুঝেছেন। অন্তত তাঁর লেখা চিঠিতে সে কথাই দাবি করে।
কী সেই তিন ব্যথা? তার সবিস্তার খোঁজ নিয়েছে কলকাতা টিভি ডিজিটাল টিম। সিবিআইকে হোমো-সেপিয়েন্স সুলভ ব্যথার কথা অনুব্রত মণ্ডল কি নিজেই লিখেছেন? জানা যায়নি। তবে চিঠিতে অনুব্রত মণ্ডলের বাংলা হাতের লেখায় দস্তখত রয়েছে।
সিবিআইকে লেখা অনুব্রতর চিঠি। নিজস্ব চিত্র।
অনুব্রতর চিঠিতে হোমো-সেপিয়েন্সের ‘ভয় বেদনাবোধ’ যেমন আছে, তেমনই আছে যিশু খ্রিস্টের জন্মের ৩৫০ বছর আগেকার কথা। সুদূর সেই ইতিহাসের পাতায় দুই গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল তার্কিক মতাদর্শের যুদ্ধে মেতেছেন। মানব সভ্যতার ইতিহাসে ‘আইনের শাসন’-এর সংজ্ঞা কী হবে, তা নিয়ে যুক্তি পালটা যুক্তির দলিল তৈরি হচ্ছে। বীরভূমের অনুব্রত মণ্ডল ‘তিন ব্যথা’য় কাতর হয়ে লিখেছেন, পাশ্চাত্যের ওই গ্রিক দর্শন নির্ভর ‘আইনের শাসনে’ তাঁর ভরসা রয়েছে। বিশ্বাস রয়েছে। লিখেছেন, ব্রিটিশ আইনজীবী এবং বিচারপতি স্যর এডওয়ার্ড কোকের কথা। Rule of Law আইনের শাসন বা ভূমিকা শব্দবন্ধটি যাঁর হাতে তৈরি।
আরও পড়ুন: Weather Update: কলকাতায় আরও বাড়ল তাপমাত্রা, তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের
হোমো সেপিয়েন্স থেকে অ্যারিস্টটল, প্লেটো। আইনের শাসনের শিকড় খুঁজতে ফরাসি শব্দবন্ধের ব্যবহার ‘La principle de legality’ কী নেই কেষ্ট মণ্ডলের চিঠিতে! তবে সবকিছুর মূলে রয়েছে ওই ‘তিন ব্যথার’ কথা। চিঠির শুরুতেই তাই তিন P-এর উল্লেখ। P for pain। যে ব্যথায় তিন লক্ষ বছর আগে কাতর হতেন প্রথম হোমো সেপিয়েন্স। অনুব্রত মণ্ডলের দাবি সেটাই।
১। পেইন অফ দ্য টুথ। দাঁতের যন্ত্রণা।
২। পেইন অফ দ্য রেকটাম। মলদ্বারের যন্ত্রণা।
৩। পেইন অফ দ্য স্ক্রোটা। অণ্ডকোষের যন্ত্রণা।