কলকাতা, ২২ এপ্রিল : হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ ১৬ দিন পর এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে ছাড়া পেলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি । প্রসঙ্গত, গত বুধবারই শারীরিক পরীক্ষার জন্য তাঁকে উডবার্ন ওয়ার্ড থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল ভবানীপুরের রামরিকদাস হরলালকা হাসপাতালে । সেখানে অ্যাঞ্জিওগ্রাম হয় তৃণমূল নেতার । সেই পরীক্ষার পর ফের তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ ।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল বুকের ব্যথা-সহ নানা শারীরিক অসুবিধা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল । সে দিনই সিবিআই-এর কাছে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর । কিন্তু, হঠাৎ গাড়ি ঘুরিয়ে এসএসকেএম-এ চলে যান তৃণমূল নেতা । সেখানে তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয় । তারপর থেকে টানা সেখানেই তাঁর চিকিৎসা চলছে । বীরভূম জেলা তৃণমূল সভাপতির দুটি অণ্ডকোষেই সংক্রমণ ধরা পড়ে । পুঁজ জমে রয়েছে বলেও জানান চিকিৎসকরা ।
এর মধ্যেই বেশ কয়েকবার ফুসফুসের পরীক্ষা হয়েছে অনুব্রতর । কিন্তু, অবস্থা ভাল নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা । হাসপাতালে ভর্তি হওয়ার পরেই সাত সদস্যের মেডিক্যাল দল গঠন করা হয় ৷ রক্ত পরীক্ষা ছাড়াও বুকের স্ক্যান করা হয় । খতিয়ে দেখা হয় ফুসফুসের অবস্থাও । তখনই ফুসফুসে জল জমার বিষয়টি সামনে আসে । তখনই অনুব্রতকে দেওয়া হয় অক্সিজেন সাপোর্ট । ১৬ দিন পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ ছাড়া হল এই তৃণমূল নেতাকে ৷
এবার কি অনুব্রত মণ্ডল সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন? প্রশ্ন উঠতে শুরু করেছে
১৬ দিন পর কেষ্ট মণ্ডলের ছাড়া পাওয়ার পর দুটি প্রশ্ন থেকেই গেল… কেমন আছে তাঁর অণ্ডকোষ? এবার কি তবে সিবিআই…
আরও পড়ুন: Mamata-Modi: চলতি মাসে একই মঞ্চে মোদি-মমতা! একান্ত বৈঠক নিয়ে জল্পনা