কলকাতা, ২৫ এপ্রিল : শারীরিক দিক থেকে খুবই অসুস্থ বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্সে গিয়ে তাঁর পক্ষে এখনই সিবিআইয়ের সামনে বসা সম্ভব হবে না । কিন্তু, তিনি আইনের শাসনের উপর বিশ্বাস-ভরসা রাখেন । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সব রকম সাহায্য করতে তিনি প্রস্তুত । প্রয়োজনে কলকাতার চিনার পার্কে তাঁর বাড়িতে গিয়ে সিবিআই কয়লা এবং গরু পাচার কাণ্ডে জেরা করতে পারে । এই কথা জানিয়ে সিবিআইয়ের দুই ডিএসপি সুশান্ত ভট্টাচার্য এবং প্রশান্ত শ্রীবাস্তবকে চিঠি লিখলেন কেষ্ট মণ্ডল ।
যে চিঠিতে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন কেষ্ট । লিখেছেন, দাঁত, মলদ্বার এবং অণ্ডকোষের ব্যথায় তিনি কাতর । সংক্রমণের কারণে অণ্ডকোষের ব্যথা অসহ্য হয়ে উঠেছে । চিকিৎসকরা তাঁকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন । এর পরই চিনার পার্কে বাড়িতে গিয়ে সিবিআই জেরা করলে তিনি সব রকম সাহায্য করতে প্রস্তুত বলে জানান অনুব্রত ।
বীরভূমের এই তৃণমূল সভাপতি লিখেছেন, জিজ্ঞাসাবাদের আগে সিবিআই অফিসারের তাঁর দেহ এবং ঘর তল্লাশি করে নিতে পারেন । যে ঘরে জিজ্ঞাসাবাদ হবে, সেখানে কোনও সিসিটিভি থাকবে না বলেও চিঠিতে আশ্বাস দিয়েছেন কেষ্ট ৷ পাশাপাশি স্পষ্ট করেছেন, জিজ্ঞাসাবাদের সময় সিবিআই কর্তাদের সামনে কেবল মাত্র তিনিই থাকবেন ৷ তাঁর আইনজীবীও যদি সেই সময় উপস্থিত থাকেন, তাহলে তিনি পাশের ঘরে অপেক্ষা করবেন ৷ অনুব্রতর প্রতিশ্রুতি, আইনকে সাহায্য করতে প্রস্তুত ৷ চিনার পার্কের বাড়িতে আমাকে জিজ্ঞাসাবাদ করা হলে, যাতে সংশ্লিষ্ট অফিসারদের কোনও সমস্যা না হয়, সেটা সুনিশ্চিত করা হবে ৷
আরও পড়ুন : Anubrata Mandal CBI: অনুব্রতর দাঁত, মলদ্বার, অণ্ডকোষে ব্যথা, চিঠি লিখে জানালেন সিবিআইকে