কলকাতা টিভি ওয়েবডেস্কঃ টানা ৪ ঘণ্টা ধরে ম্যারাথন জেরার পর এনসিবির দফতর থেকে বের হলেন অনন্যা পাণ্ডে। আরিয়ান খান মাদক কাণ্ডে বৃহস্পতিবারের পর তাঁকে ফের শুক্রবার ডেকে পাঠানো হয় এনসিবি দফতরে। সেইমতোই শুক্রবার ফের এনসিবি দফতরে হাজির হন অনন্যা। নিষিদ্ধ মাদকের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়ে অনন্যাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলেন আরিয়ান। তা জোগান দিতে রাজিও ছিলেন অনন্যা। এই প্রসঙ্গেই শুক্রবার ফের অনন্যাকে জেরা করেন এনসিবি কর্তারা।
আরও পড়ুন মজা করছিলেন, জেরায় জানালেন অনন্যা
যদিও জেরাই কিছুই স্বীকার করেননি অনন্যা। সোমবার তাঁকে ফের ডেকে পাঠানো হয়েছে তাঁকে। গতকাল তাঁকে এনসিবির কর্তারা জেরা করায় তিনি বলেন, আরিয়ানের সঙ্গে মজা করেই ওই চ্যাট করেছিলেন তিনি। এনসিবি কর্তারা জানিয়েছেন অনন্যার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সংগ্রহ বা গ্রহণের কোনও প্রমাণ তাঁদের কাছে নেই। তেমনই আরিয়ানকে মাদক সরবারহ করেছেন তিনি, এমন কোনও প্রমাণও এখনও পর্যন্ত নেই। যদিও মাদক সংক্রান্ত ব্যাপারে তাঁকে আরও জেরা করা হবেই আশঙ্কা করছেন অনন্যা।
আরও পড়ুন ‘আগে ছিল গরু এখন এসেছে ভেড়া’ কাটোয়ার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ অনুব্রতর