নদিয়া: গণনায় কারচুপির অভিযোগ। গণনা কেন্দ্রের সামনে পুলিশের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিজেপি (BJP) সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। তড়িঘড়ি তাঁকে ধরে ফেলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। কোলে তুলে দৌড়তে দৌড়তে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয় তাঁকে। মঙ্গলবার নদিয়ার (Nadia) শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের স্ট্রংরুম এই ঘটনা ঘটেছে।
নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুমে অভিযোগ ওঠে, গণনা চলাকালীন সেখানকার কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হয়। তৃণমূলের গুন্ডাবাহিনীরা রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ভোট লুট করার চেষ্টা চালাচ্ছিল। সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জগন্নাথ সরকার। গণনা কেন্দ্রের বাইরে তিনি এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত এবং এসডিপিও কোভিদ মন্ডলের সঙ্গে কথা বলছিলেন। এরপরই সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন:Panchayat Election | সিপিএমের টিকিটে জিতে ফের তৃণমূলের নির্বাচিত সদস্য
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের দিন নদিয়া জেলা জুড়ে হিংসার ঘটনা সামনে আসে। একাধিক জায়গায় ব্যালট লুঠ, সন্ত্রাস, মারামারি, অশান্তির ছবি উঠে আসে। নদিয়ার জেলার চাকদার হেমায়েতপুর ২১৯ নম্বর বুথের দখল নেয় দুষ্কৃতীরা। সাধারণ মানুষকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। আর তারই মধ্যে চলছিল অবাধে ছাপ্পা শান্তিপুরে একাধিক জায়গায় অশান্তি হয়।