দীঘা: দীঘায় ঢেউসাগর প্রকল্পে (Digha Dheusgar Prakalp) বেআইনি নির্মাণের অভিযোগ। রয়েছে ঝাউবন ধ্বংসেরও গুরুতর অভিযোগ। অভিযোগের সত্যতা যাচাইয়ে কমিটি গড়ে দিল পরিবেশ আদালত। এক মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে হবে। ২৯ আগস্ট মামলার পরবর্তী শুনানি।
এপ্রিল মাসে দীঘা (Digha) সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঢেউ সাগর প্রকল্পের ঘোষণা করেন। তারপরেই দ্রুতগতিতে কাজ শুরু হয়ে যায়। কিন্তু প্রকল্পের অন্তত ন’টি নির্মাণ নিয়ে আদালতে অভিযোগ করেন পরিবেশবিদ সুভাষ দত্ত (Subhas Dutta)। রাজ্যের কোস্টাল ম্যানেজমেন্ট অথরিটি এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ওইসব নির্মাণ বৈধ বলে দাবি করেন। কিন্তু নির্মাণগুলির ছবি অন্য কথা বলছে বলে অভিমত দিয়েছে আদালত। তাই ওই জেলাশাসকসহ তিন বিশেষজ্ঞকে নিয়ে কমিটি গড়া হয়েছে।
আরও পড়ুন: Dilip Ghosh | সর্বভারতীয় সহ-সভাপতি পদ খোয়ালেন দিলীপ ঘোষ
সমুদ্র, নদী ইত্যাদির পাড় সংরক্ষণের জন্য আছে কোস্টাল রেগুলেটারি জোন আইন। এই আইন অনুসারে, জোয়ারের সময় জল পাড়ে যতদূর ওঠে, সেখান থেকে ৫০০ মিটারের মধ্যে কোন নির্মাণ করা যায় না। এক্ষেত্রে ওই আইন ভঙ্গের অভিযোগ উঠেছে।