কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (Rabindra Bharati University) হিন্দি বিভাগে প্রথম বর্ষের চার পড়ুয়াকে ব়্যাগিংয়ের অভিযোগ। সিঁথি থানায় (SinthiPS) অভিযোগ দায়ের ওই পড়ুয়াদের তরফে। হিন্দি বিভাগের প্রথম বর্ষের চারজন পড়ুয়াকে ব়্যাগিংয়ের (Ragging) অভিযোগ ওই বিভাগেরই সিনিয়র পড়ুয়াদের বিরুদ্ধে। কয়েক দিন আগে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সিঁথি থানা ঘটনার তদন্ত শুরু করেছে। ব়্যাগিংয়ের ওই ঘটনায় হিন্দি বিভাগেরই দুজন অধ্যাপকের বিরুদ্ধে পরোক্ষ মদতের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় মহলে শোরগোল পড়েছে।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর পরে ব়্যাগিংয়ের বিষয়টি সামনে আসে। যে ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতিতে। ওই ছাত্রের মৃত্যুর জন্য ব়্যাগিং দায়ী কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় একাধিক প্রাক্তন ও বর্তমান ছাত্র গ্রেফতার হয়েছে। সেই ঘটনার পর কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিংয়ের অভিযোগও সামনে আসে। তার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: নাম না করে অমর্ত্য সেনকে ফের নিশানা বিশ্বভারতীর উপাচার্যের
এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের অভিযোগ সামনে এল। এখন দেখার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় কী ব্যবস্থা নেয়। সম্প্রতি নতুন অন্তর্বর্তী উপাচার্য দায়িত্ব নিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে।