আসানসোল: তৃণমূলের (TMC) দলীয় কার্যালয়ে (Party Office) হামলার অভিযোগ সিপিএমের (CPIM) বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার সিপিএমের। পঞ্চায়েত ভোট (Panchayat Election) মিটতেই রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে। যদিও আসানসোলের চারটি ব্লকে সেই ধরনের ঘটনা না ঘটলেও আসানসোলের রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বক্তানগর অঞ্চলের তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে।
অভিযোগ, বুধবার বিকেলে সিপিএম বিজয় মিছিল বের করে। ওই সময় কিছু দুষ্কৃতী তৃণমূলের অফিসের দলীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। এমনকি একাধিক জিনিসপত্র ভাঙচুর করা হয়ে বলে জানিয়েছেন তৃণমূল নেতা নির্মল পাল। এই ঘটনার পরই শাসকদলের পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয়। তাঁদের দাবি, দোষীরা শাস্তি না পেলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
আরও পড়ুনPanchayat Election 2023| Adhir Chowdhury | নতুন করে পঞ্চায়েত ভোটের দাবি তুললেন অধীর
অন্যদিকে সিপিআইএম নেতা মিতন রায় বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই গ্রামে কোনওরকম দলীয় কোনও দল নেই, যে যার নিজের নিজের পার্টি করে। যেই এই ধরনের কাজ করেছে খুবই নিন্দনীয়। তৃণমূলের দলীয় পতাকা তাঁর কাছে গর্বের বিষয়। সিপিআইএমের দলীয় পতাকা তাঁর কাছে গর্বের বিষয়। বিজেপির দলীয় পতাকা তাঁর কাছে গর্বের বিষয়। যেই এই ধরনের কাজ করেছে খুবই জঘন্য কাজ করেছে। প্রশাসনের কাছে অনুরোধ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক।