কলকাতা: সন্তান প্রসব ও ছানি অপারেশন ছাড়া কোনও চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীকে ফেরত পাঠানো যাবে না। বুধবার স্পষ্ট জানিয়ে দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। কমিশনের চেয়ারম্যান বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড বেসরকারি হাসপাতালগুলোকে গ্রহণ করতেই হবে। হাসপাতালে ভর্তির সময় কারও স্বাস্থ্যসাথী কার্ড না থাকলও তাঁকে ভর্তি নিতে হবে৷ সেক্ষেত্রে, ভর্তি থাকাকালীনই কার্ড তৈরি করে জমা দিতে রোগী পরিজনকে৷
চেয়ারম্যানের স্পষ্ট বক্তব্য, কেউ যদি ভর্তির সময় স্বাস্থ্যসাথী কার্ড দেখাতে না পারেন, কিন্তু ভর্তির পর যেদিন কার্ড দেখাবেন সেদিন থেকেই স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করাতে হবে। যতদিন না দেখাতে পারবেন ততদিনের বিল রোগীর কাছ থেকে বেসরকারি হাসপাতালে নিতে পারে। কলকাতার চারটি বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করছিল না। তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে অসীমবাবু যোগাযোগ করেন৷
আরও পড়ুন-পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত তৃণমূলের, শুভেন্দুকে গ্রেফতারের দাবি কুণালের
অসমীবাবু বলেন, তারা প্রত্যেকেই রাজি হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা শুরু করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে আঙ্গুলের ছাপ মিলছে না বলে স্বাস্থ্যসাথী কার্ড ফেরত দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এসেছে কমিশনের কাছে। এক্ষেত্রেও অসুবিধা হলে স্বাস্থ্য দফতরের স্বাস্থ্যসাথী বিভাগ বা কমিশনেরর সঙ্গে যোগাযোগ করতে পারে বেসরকারি হাসপাতা। কিন্তু কার্ড গ্রহণ করতেই হবে। স্বাস্থ্যসাথীতে চিকিৎসার খরচ কম বলে যদি কোনও বেসরকারি হাসপাতাল মনে করে তাহলে তারা স্বাস্থ্য দফতরের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে পারে৷ কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এমন রোগীকে চিকিৎসা না করিয়ে থাকতে পারে না। স্বাস্থ্যসাথীতেই চিকিৎসা করতে হবে।