নয়াদিল্লি: সংসদের নিরাপত্তা ভেঙে (Parliament Security Breach) দুজন যখন রঙিন ধোঁয়া ছড়াচ্ছে, তখন কোথায় ছিলেন বিজেপির (BJP) এমপিরা? সব বিজেপি এমপি তখন দৌড়ে পালিয়ে গিয়েছিলেন। আজ, শুক্রবার দিল্লির যন্তরমন্তরে (Jantar Mantar) বিরোধী সাংসদদের সাসপেন্ডের ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদসভা হয় ইন্ডিয়া জোটের (India bloc)। ওই সভায় বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন কেরলের ওয়েনাড়ের কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।
সংসদের নিরাপত্তা ভঙ্গ নিয়ে নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সরকারকে দায়ী সাব্যস্ত করে কংগ্রেস নেতা রাহুল দেশের বেকারি এবং মূল্যবৃদ্ধির জন্যও বিজেপিকে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, সেদিন সভায় উপস্থিত তথাকথিত দেশপ্রেমী বিজেপি এমপিরা ঘটনার সময় দ্রুত পালিয়ে গিয়েছিলেন। নরেন্দ্র মোদির নীতির কারণেই দেশে বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। সংসদে নিরাপত্তা ভেঙে যাঁরা ঢুকেছিলেন, তাঁদের ক্ষোভের কারণও একই।
আরও পড়ুন: বাইডেনের ‘স্বাদ’ ম্যাক্রোঁর ‘ঘোলে’ মেটাতে চায় ভারত
সংবাদমাধ্যমকে তিরের নিশানা করে রাহুল বলেন, খবরে দেশের বেকারির কোনও কথা ওঠে না। কিন্তু, সংসদের বাইরে সাসপেন্ড সাংসদরা যখন ধরনায় বসেছিলেন, তখন রাহুল গান্ধীর ভিডিও রেকর্ডিং নিয়ে বিস্তর আলোচনা চলতে পারে, অভিযোগ কংগ্রেস নেতার। এদিন ১৪৬ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা নিয়ে যন্তরমন্তর ছাড়াও দেশজুড়ে ইন্ডিয়া জোটের প্রতিবাদসভা হয়। গণতন্ত্র বাঁচাও-এর ব্যানারে দিল্লির প্রতিবাদসভায় জোট শরিকদের তাবড় নেতারা ছিলেন।
সভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করেন। তিনি বলেন, মোদির খুব অহঙ্কার। তিনি বলছেন, ৪০০ আসনে জিতবেন। উনি কি এতই জনপ্রিয়? কী হয়েছিল কর্নাটক, তেলঙ্গানা এবং হিমাচলে মনে নেই! আপনার সরকারকে মানুষ ফেলে দিয়েছে। বর্ষীয়ান এনসিপি নেতা শরদ পাওয়ার বলেন, সংসদ আক্রান্ত এবং ১৪৬ জন সদস্যকে সাসপেন্ড হয়ে গণতন্ত্রের মূল্য চোকাতে হয়েছে। দেশের কৃষকদের অবস্থা বিপর্যস্ত, দরিদ্ররা দুঃখে জীবন কাটাচ্ছেন, বেকারি সর্বত্র এবং এর কারণ বিজেপি।
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আগামী লোকসভা নির্বাচনে আবার যদি বিজেপি জেতে, তাহলে দেশের সংসদীয় গণতন্ত্রকেই মুছে দেবে ওরা। গণতন্ত্রকে হত্যা করেছে ওরা। মোদির নাম না করে তিনি বলেন, ভুল মানুষের হাতে পড়ে অমৃতকালের অমৃত কলস বিষে ভরে গিয়েছে। আমরা ঐক্যবদ্ধ লড়াই করে দেশকে বাঁচাব।
অন্য খবর দেখুন