নাগপুর: ‘অখণ্ড ভারত’ বা অবিভক্ত ভারত একদিন না একদিন বাস্তবায়িত হবেই। এমনটাই দাবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। বিজেপির চালিকাশক্তি আরএসএস প্রধান নাগপুরে এক অনুষ্ঠানে বলেন, আজকের তরুণরা বৃদ্ধ হওয়ার আগেই অখণ্ড ভারত দেখতে পাবেন। পাকিস্তানের নাম না করে ভাগবতের দাবি, ১৯৪৭ সালে যারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল, আজ তারাই নিজেদের ভুল বুঝতে পারছে। একইসঙ্গে সরসঙ্ঘ চালক বলেন, সমাজে আজও বিভাজন রয়ে গিয়েছে। সে কারণে যতদিন অসাম্য বজায় থাকবে, ততদিন সংরক্ষণও চালু থাকা উচিত।
উল্লেখ্য, ইন্ডিয়া এবং ভারত নাম নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন ভাগবতের মুখে অখণ্ড ভারত গঠনের স্বপ্ন ফের একবার ফুটে ওঠায় তাৎপর্য রয়েছে বলে অনেকে মনে করছেন। একইভাবে মহারাষ্ট্রেও মারাঠারা বিক্ষোভ দেখাচ্ছেন সংরক্ষণের দাবিতে। এই প্রেক্ষিতে ভাগবতের সংরক্ষণের পক্ষে সওয়ালকেও গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি হল
ভাগবত বলেন, সামাজিক ক্ষেত্রে আমরা আমাদের দেশের মানুষকেই পিছনে ফেলে রেখেছি। তাদের প্রতি বঞ্চনা হয়েছে। দু হাজার বছর ধরে পিছিয়ে থাকা মানুষ অবহেলিত, দলিত, পেষিত হয়েছেন। যতক্ষণ না আমরা তাদের সমানাধিকার, তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দিতে পারছি, ততদিন সংরক্ষণই হল একমাত্র উপশম। সংবিধানে বর্ণিত সংরক্ষণের সমর্থন করে আরএসএস, জানিয়ে দেন ভাগবত।
সঙ্ঘচালক বলেন, সংরক্ষণ মানে সম্মান দেওয়া, টাকাপয়সা কিংবা রাজনৈতিক ক্ষমতায়ন নয়। ২ হাজার ধরে যারা বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য কেন আমরা ২০০ বছর সামান্য কষ্টভোগ করতে পারব না?